Fri, July 5, 2024

ই-পেপার দেখুন
logo

বিদেশে বসে আন্তর্জাতিক প্রতারণা চক্র, শ্রীলঙ্কায় গ্রেফতার ৬০ জন ভারতীয়


Kibria Ansary   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ০২:০৮ এএম

বিদেশে বসে আন্তর্জাতিক প্রতারণা চক্র, শ্রীলঙ্কায় গ্রেফতার ৬০ জন ভারতীয়

কলম্বো, ২৮ জুন: সাইবার অপরাধের অভিযোগে ভিন দেশে গ্রেফতার হলেন ৬০ জন ভারতীয়। অনলাইনে আর্থিক প্রতারণায় জড়িত থাকার অভিযোগে অন্তত ৬০ জন ভারতীয়কে গ্রেফতার করল শ্রীলঙ্কা প্রশাসন। তদন্তকারী জানিয়েছে, বৃহস্পতিবার কলম্বো শহরের মাদিওয়েলা ও বাত্তারামুল্লা এবং পশ্চিম উপকূলীয় শহর নেগোম্বো থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে শ্রীলঙ্কার অপরাধ তদন্ত বিভাগ (CID)। একটি গ্রুপ বানিয়ে অনলাইনে আর্থিক প্রতারণা চক্র চালাতো অভিযুক্তরা। তদন্ত নেমে চক্রের ওই গ্রুপ থেকে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের মুখপাত্র এসএসপি নিহাল থালদুয়া জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কথোপকথনের জন্য নগদ অর্থের প্রতিশ্রুতি দিয়ে একজনকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়। তারপরই প্রতারণার শিকার হন ভুক্তভোগী। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিআইডি ওই অঞ্চলগুলিতে একযোগে অভিযান চালায়। ধৃতদের কাছ থেকে ১৩৫টি মোবাইল ফোন এবং ৫৭টি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধৃতরা আর্থিক প্রতারণা, অবৈধ বাজি ও জুয়ার বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত।

এদিকে দেশটির প্রথমসারীর এক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, পেরাদেনিয়ায় ধৃত বাবা-ছেলে প্রতারকদের সহায়তার কথা স্বীকার করেছেন। প্রতারণার শিকার হয়েছেন দেশ-বিদেশের নাগরিকরা। নেগোম্বোতে একটি বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়ে ১৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫৭টি ফোন ও কম্পিউটার বাজেয়াপ্ত করে পুলিশ। পরবর্তীতে ফের অভিযানে আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়। দুবাই এবং আফগানিস্তানে আন্তর্জাতিক স্তরে ধৃতদের যুক্ত থাকার প্রমাণও মিলেছে।