Sat, July 6, 2024

ই-পেপার দেখুন
logo

মণিপুর হিংসা: বিজেপি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল কুকিরা


Kibria Ansary   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৪, ০৫:১৩ এএম

মণিপুর হিংসা: বিজেপি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল কুকিরা

ইম্ফল, ২৮ জুন: জাতিগত হিংসার আগুনে জ্বলছে মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি হিংসা। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে মণিপুরের বিজেপি সরকার। মণিপুরে হিংসা রুখতে কুকি সমপ্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়ে ধাক্কা খেল বিজেপি। সরকারের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করল কুকিরা।


কুকি উপজাতিদের সংগঠন 'কুকি ইনপি মণিপুর' স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, এন বীরেন সিংয়ের নেতৃত্বে থাকা রাজ্য সরকারের কারও সাথেই আলোচনায় বসবে না মণিপুরের কুকি-জো সম্প্রদায়। মণিপুর সরকারের তীব্র সমালোচনা করে কুকি সংগঠনটি বলেছে, 'পূর্বপরিকল্পিত ভাবে কুকি-জো সম্প্রদায়কে মুছে ফেলার ছক কষেছে এন বীরেন সিংয়ের সরকার। ২০১৭ সালে বীরেন সিং ক্ষমতায় আসার পর থেকেই কুকিদের প্রতি বৈষম্য অস্বাভাবিক ভাবে বেড়েছে। এই আবহে মৈতৈদের থেকে পুরোপুরি আলাদা হওয়াই শান্তির একমাত্র পথ। আমাদের সংবিধানে যে অধিকার দেওয়া আছে, তার থেকে কমে আমরা মানব না।'