Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

পরীক্ষায় এআই-এর ব্যবহার, শিক্ষা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে: উদ্বিগ্ন বিজ্ঞানীরা


Kibria Ansary   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০১:০০ পিএম

পরীক্ষায় এআই-এর ব্যবহার, শিক্ষা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে: উদ্বিগ্ন বিজ্ঞানীরা

পুবের কলম, ওয়েবডেস্ক: ডিজিটাল যুগে বিপ্লব নিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। এই টুল ব্যবহার করে পরীক্ষায় নকল করার ঘটনাও প্রকাশ্যে এসেছে। যে সমস্ত পড়ুয়ারা নকল করে না তাদের থেকেও বেশি নম্বর পেতে পারে ব্যাক বেঞ্চার পড়ুয়ারা। বুধবারই বিজ্ঞানীরা এনিয়ে সতর্ক করে দিয়েছেন। পাশাপাশি এআই কীভাবে শিক্ষা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলতে পারে বলেও উদ্বেগপ্রকাশ করলেন বিজ্ঞানীরা।

যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের এক গবেষণায় দেখেছেন, শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা দেখার সময় এআই-এর ব্যবহার করে লেখা প্রশ্নের উত্তর এবং পড়ুয়াদের লেখা উত্তরের মধ্যে পার্থক্য করতে পারেন না। এমনকি এআই-এর উত্তরগুলিতে উচ্চতর মার্ক দিয়েছেন শিক্ষকরা। ইউনিভার্সিটি অফ রিডিং-এর মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক পিটার স্কার্ফ এবং তার সহকর্মীরা তাদের গবেষণায় বলেন, "একাডেমিক সততার দৃষ্টিকোণ থেকে, ১০০ শতাংশ এআই (উত্তর) কার্যত অন্বেষণযোগ্য হওয়া অত্যন্ত উদ্বেগজনক।" বুধবার পিএলওএস ওয়ান জার্নালে প্রকাশিত গবেষণা পত্রে বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রে ব্যাপক ঝু্কি তৈরি করবে এআই। আরও বলা হয়েছে, "আমরা যদি আমাদের মূল্যায়নের একাডেমিক অখণ্ডতা বজায় রাখতে চাই তবে এটি শিক্ষা ব্যবস্থায় গুরুতর প্রশ্ন তৈরি করবে।"