Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

ইসরাইলের আগ্রাসন ও যুদ্ধের হুমকি: লেবাননের পাশে থাকার বার্তা এরদোগানের


Kibria Ansary   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৬:০২ এএম

ইসরাইলের আগ্রাসন ও যুদ্ধের হুমকি: লেবাননের পাশে থাকার বার্তা এরদোগানের

আঙ্কারা, ২৭ জুন: ইসরাইলের আগ্রাসী নীতি রুখতে লেবাননের পাশে দাঁড়াবে তুরস্ক। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বড় ঘোষণা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইতিমধ্যে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে এক ফোনালাপও করেছেন তিনি।

গাজা যুদ্ধ শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন সীমান্ত। সম্প্রতি এই উত্তেজনার পারদ বাড়ছে। রাত হলেই সীমান্তে বাড়ে ইসরাইল ও হিজবুল্লাহর হামলা-পাল্টা হামলা। নেতানিয়াহু এখন সরাসরি সর্বাত্মক যুদ্ধের কথা বলছেন। ইসরাইলি সংবাদমাধ্যকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ গাজার রাফা শহরে শিগগিরই স্থল অভিযান শেষ করবে তার বাহিনী। এরপর হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য লেবাননের সীমান্তবর্তী এলাকার দিকে অগ্রসর হবে ইসরাইল।
 এমন পরিস্থিতিতে বুধবার লেবাননের প্রধানমন্ত্রী মিকাতির সঙ্গে ফোনে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে, এদিন তারা গাজা সংকটের পাশাপাশি লেবাননে ইসরাইলের সম্ভাব্য আগ্রাসন ও সর্বাত্মক যুদ্ধের হুমকি নিয়ে আলোচনা করেছেন। প্রেসিডেন্ট এরদোয়ান ইসরাইলের আগ্রাসন অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। সেই সঙ্গে ইসরাইলের সংঘাত বাড়ানোর প্রচেষ্টাকে অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য হুমকিস্বরূপ ইসরাইলকে সতর্ক করা আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামি বিশ্বের জন্য এখনই উপযুক্ত সময়।’