Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

জরুরি অবস্থা জারি 'সংবিধানের শ্বাসরোধের' সামিল: কংগ্রেসকে বিঁধলেন যোগী আদিত্যনাথ


Kibria Ansary   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ১০:০৪ পিএম

জরুরি অবস্থা জারি 'সংবিধানের শ্বাসরোধের' সামিল: কংগ্রেসকে বিঁধলেন যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি, ২৭ জুন: ১৯৭৫ সালের ২৫ জুন দেশজুড়ে জরুরি অবস্থা জারি নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে যেভাবে দেশব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছিল, তা ‘সংবিধানের শ্বাসরোধের’ সামিল বলেই মন্তব্য করলেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেসের বর্তমান নেতৃত্ব যেভাবে সংবিধানের নামে, সংরক্ষণ তুলে দেওয়ার নামে দেশবাসীকে ভুল বোঝাচ্ছিল, সেই পরিস্থিতিতে কংগ্রেসের চেহারা দেশবাসীর কাছে তুলে ধরা দরকার।' হাত শিবিরকে খোঁচা দিয়ে যোগীর সংযোজন, 'কংগ্রেসের চেহারা বদলেছে ঠিকই, কিন্তু চরিত্র সেই একই রয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির উপর আজও তাদের বিশ্বাস নেই।' ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি জারির সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, ‘যে সংবিধানের শপথ নিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সংবিধানেরই শ্বাসরোধ করার কুৎসিত চেষ্টা হয়েছিল। গণতন্ত্রকে একপ্রকার হত্যা করার চেষ্টা হয়েছিল।’