Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

বিবাহিত মহিলাদের চাকরি নেই, ফক্সকনের নিয়মে শোরগোল, রিপোর্ট তলব কেন্দ্রের


Kibria Ansary   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৮:২১ এএম

বিবাহিত মহিলাদের চাকরি নেই, ফক্সকনের নিয়মে শোরগোল, রিপোর্ট তলব কেন্দ্রের

চেন্নাই, ২৭ জুন: বিবাহিত মহিলারা চাকরি পাবেন না, অ্যাপেল-র পণ্য প্রস্তুতকারক সংস্থা ফক্সকনের নিয়মে শোরগোল দেশজুড়ে। অ্যাপেলের আইফোন মোবাইল তৈরির কারখানায় বিবাহিত মহিলাদের কাজ করার সুযোগ দেওয়া হয় না, এই অভিযোগ উঠছিল বেশ কয়েক মাস ধরেই। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সের তদন্তমূলক প্রতিবেদন এতথ্য উঠে আসে।

তদন্তমূলক প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুর চেন্নাইয়ের ফক্সকন সংস্থার যে আইফোন তৈরির কারখানা রয়েছে, সেখানে বিবাহিত মহিলাদের চাকরি দেওয়া হয় না। কারণ হিসেবে সংস্থাটি উল্লেখ্য করেছে, বিবাহিত মহিলাদের চাকরি দিলে মাতৃত্বকালীন ছুটি, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে অতিরিক্ত ছুটি দিতে হতে পারে। এর প্রভাব কর্মক্ষমতায় পড়বে। সেই কারণেই বিবাহিত মহিলাদের চাকরি দেওয়া হয় না।

কেনো এই বৈষম্য? অভিযোগের ভিত্তিতে বিস্তারিত রিপোর্ট তলব করল কেন্দ্রের শ্রম মন্ত্রক। এবিষয়ে তামিলনাড়ু সরকারকে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। শ্রম মন্ত্রকের এক বিবৃতিতে বলেছে, "ইক্যুয়াল রিমুনেরাশন অ্যাক্ট, ১৯৭৬-এ স্পষ্ট বলা হয়েছে চাকরি দেওয়ার ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে কোনও ভেদাভেদ থাকবে না।" যদিও এই বিতর্ক নিয়ে মুখ খোলেনি সংস্থাটি।

এদিকে ফক্সকন কারখানায় বর্তমানে প্রায় ৭০ শতাংশ মহিলা এবং ৩০ শতাংশ পুরুষ রয়েছেন। তামিলনাড়ুর কারখানাটি দেশের মহিলাদের কর্মসংস্থানের জন্য বৃহত্তম কারখানা। সেখানে মোট ৪৫,০০০ শ্রমিক কাজ করেন।