Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

৫০০ কর্মী ছাঁটাই করল ইয়েস ব্যাংক


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ০২:২৫ পিএম

৫০০ কর্মী ছাঁটাই করল ইয়েস ব্যাংক


নয়াদিল্লি, ২৭ জুন:  কর্মী ছাঁটাই করল ইয়েস ব্যাংক। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ব্যাংক পুনর্গঠনের চেষ্টায় বেসরকারি এই ঋণদাতা ইয়েস ব্যাংক ৫০০ কর্মী ছাঁটাই করেছে। বরখাস্ত করা কর্মীদের তিনমাসের বেতন সমান একটি ক্ষতিপূরণ প্যাকেজ দেওয়া হয়েছে। ব্যাংকের এই উদ্যোগ পরিচালন ব্যয় কমাতেও অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, ইয়েস ব্যাংক আগামীদিনে আরও কর্মী ছাঁটাই করতে পারে। ব্যাংকের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের লক্ষ্য কর্মশক্তিকে আরও উন্নত করা।
ব্যাংকের এই সিদ্ধান্তটি একটি তাৎপর্যপূর্ণ, কারণ এটি বেশ কয়েক বছরের মধ্যে একটি বেসরকারি ব্যাংকের ছাঁটাই পরিচালনার প্রথম উদাহরণ। বিপরীতে, অন্যান্য বেসরকারি খাতের ব্যাংকগুলি সাম্প্রতিক সময় সক্রিয়ভাবে কর্মী নিয়োগ করছে। বহুজাতিক পরামর্শদাতার পরামর্শে এই ছাঁটাই করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। 
ইয়েস ব্যাংক ডিজিটাল র্যা ঙ্কিংয়ে সরে গিয়ে ম্যানুয়াল হস্তক্ষেপ কমিয়ে খরচ কমাতে চাইছে বলে জানা গেছে। ২০২৩ ও ২০২৪ অর্থবছরের মতো ঋণদাতা কর্মীদের ব্যয় ১২ শতাংশ বেশি বৃদ্ধি পাওয়ার কারণে এটি হয়েছে। অর্থবর্ষ-২৪-এর শেষের দিকে ব্যয় ৩,৩৬৩ কোটি থেকে ৩,৭৭৪ কোটি টাকায় বেড়েছে। 
ব্যাংকের ২৮,০০০ কর্মচারী রয়েছেন এবং ২৩,০০০ জুনিয়র ম্যানেজমেন্ট বিভাগে রয়েছে। বিগত বছরে ৪৮৪ জন কর্মী যোগ করা সত্ত্বেও, ব্যাংক এখন আরও কার্যকরভাবে খরচ পরিচালনা করতে তার কর্মী সংখ্যা কমানোর দিকে মনোনিবেশ করছে।

যদিও, বেসরকারি ঋণদাতার পুনর্গঠন এই প্রথম নয়। ২০২০ সালের শুরুর দিকে, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমারের নেতৃত্বে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ব্যাংকটিকে বাঁচাতে হস্তক্ষেপ করার পরে, অনেক উর্ধতন কর্মী চাকরি ছেড়ে দেয়।