Tue, July 2, 2024

ই-পেপার দেখুন
logo

গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরাইল: বিঁধলেন তুরস্কের বিদেশমন্ত্রী


Kibria Ansary   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৪, ০৯:৪৬ এএম

গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরাইল: বিঁধলেন তুরস্কের বিদেশমন্ত্রী

আঙ্কারা, ২৬ জুন: ইসরাইল আক্ষরিক অর্থে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে এবং প্রতিদিনই নতুন নতুন যুদ্ধাপরাধ করছে বলে ক্ষোভ প্রকাশ করল তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান। দীর্ঘদিন ধরে চলমান ইউক্রেন ও গাজার সশস্ত্র সংঘাত থেকে আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধ বেধে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করল তুরস্ক। তুরস্কের বিদেশমন্ত্রী বলেন, "চলমান সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। একে প্রতিরোধ করতে সবার এগিয়ে আসা উচিত এবং সাহায্য করা উচিত।" তিনি আরও বলেন, "ইসরাইল আক্ষরিক অর্থে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে এবং প্রতিদিনই নতুন নতুন যুদ্ধাপরাধ করছে। পাশাপাশি তুরস্ক ভূখণ্ডগত সংহতিতে বিশ্বাসী। এই যুদ্ধ রাশিয়া ও ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়ছে। এতে বৈশ্বিক ঝুঁকি বাড়ছে।"
 হাকান ফিদানের মতে, "ইসরাইলের নিজেদের এলাকা সম্প্রসারণের জন্য দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের জমি চুরির বিষয় নিয়ে আমরা নীরব ছিলাম না, আর থাকবোও না। আঙ্কারা চায় সংঘাতে লিপ্ত উভয়পক্ষ শান্তির জন্য আলোচনার টেবিলে বসুক।" এছাড়া গাজায় যুদ্ধবিরতির জন্য তুরস্ক যেকোনো পদক্ষেপকে সমর্থন করে বলেও জানান তিনি। দ্বি-রাষ্ট্র সমাধানে আঙ্কারার সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন ফিদান।