Tue, July 2, 2024

ই-পেপার দেখুন
logo

দাগেস্তানে সন্ত্রাসী হামলার নিন্দায়  এরদোগান, পুতিনকে সমবেদনা


ইমামা খাতুন   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৪, ০৫:২৭ পিএম

দাগেস্তানে সন্ত্রাসী হামলার নিন্দায়   এরদোগান, পুতিনকে সমবেদনা

 

 

আঙ্কারা, ২৬ জুন: সম্প্রতি রাশিয়ার দাগেস্তানে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে এই হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এরদোগান তুর্কি প্রেসিডেন্সির দফতর এক বিবৃতিতে বলেছে, ফোন কলে প্রেসিডেন্ট এরদোগান সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তুরস্কের অবস্থান তুলে ধরেছেন তিনি দৃঢ়ভাবে এই হামলার নিন্দা জানিয়েছেন বিবৃতিতে আরও বলা হয়, এরদোগান সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এরদোগান রুশ প্রেসিডেন্টকে বলেছেন, ‘আঙ্কারা এই অঞ্চলে সব ধরনের সংঘাত বন্ধের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে  উল্লেখ্য, ২৩ জুন, রবিবার দাগেস্তানের মাখাচকালা দেরবেন্ত শহরে ইহুদিদের উপাসনালয় সিনাগগ, খ্রিষ্টানদের একটি অর্থোডক্স গির্জা পুলিশের একটি তল্লাশি চৌকিতে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায় এই হামলায় অন্তত ২৩ জন নিহত হন নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ কর্মকর্তা এবং একজন ধর্মযাজকসহ  জন অসামরিক নাগরিক রয়েছে