Tue, July 2, 2024

ই-পেপার দেখুন
logo

ইইউ’র ৮১টি মিডিয়া নিষিদ্ধ করল রাশিয়া


ইমামা খাতুন   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৪, ০১:৫৩ এএম

ইইউ’র ৮১টি মিডিয়া নিষিদ্ধ করল রাশিয়া

 

 

 

 

 

 

 

মস্কো, ২৬ জুন: গত মাসে রাশিয়ার বেশ কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যমের সম্প্রচার নিষিদ্ধ করেছিল ইউরোপীয় ইউনিয়ন তারই প্রতিক্রিয়ায় এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর ৮১টি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে গুজব ছড়ানোর অভিযোগে গত মে মাসে ২৭ সদস্যের জোট ইইউ চারটি রুশ গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দেয় প্রতিক্রিয়ায় রুশ বিদেশমন্ত্রকও ইইউ দেশগুলোর মিডিয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলে বলেছে যে, ইউক্রেন যুদ্ধ সম্পর্কে সম্পর্কে পদ্ধতিগতভাবে মিথ্যা তথ্য প্রচার করছে এমন মিডিয়ার সম্প্রচার নিষিদ্ধ করছে মস্কো রুশ নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে ইউরোপের ২৫টি দেশের গণমাধ্যম ইউরোপভিত্তিক রাজনৈতিক সংবাদমাধ্যম পলিটিকো ফরাসি মিডিয়ার ওপর রাশিয়া সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা জারি করেছে এর মধ্যে এএফপি, লে মন্ডে এবং লিবারেশন রয়েছে জার্মানির ডার স্পিগেল, স্প্যানিশ এল পাইস এবং এল মুন্ডো, ফিনল্যান্ডের ইলে, আইরিশ জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই এবং ইতালির আরএআই টেলিভিশন চ্যানেল এবং লা রিপাবলিকা সংবাদপত্রকে নিষিদ্ধ করেছে মস্কো মস্কো বলেছে, রুশ গণমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তারাও ইইউ গণমাধ্যমগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে