Tue, July 2, 2024

ই-পেপার দেখুন
logo

রামপুরহাটে যানজট রুখতে ব‍্যবস্থা, তবুও কোর্টের গলিতে মটর সাইকেলের ভিড়


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৪, ০৫:৪৯ পিএম

রামপুরহাটে যানজট রুখতে ব‍্যবস্থা, তবুও কোর্টের গলিতে মটর সাইকেলের ভিড়

 

 

 

 

 

 

দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  যানজট রুখতে কতগুলো সদর্থক পদক্ষেপ নিল রামপুরহাট পুরসভা। তার মধ‍্যে অন‍্যতম হলো টোটো গাড়িতে কিউ আর কোর্ড লাগানো। কিউ আর কোর্ড লাগানোর ফলে গ্রামের টোটো আঁটকানো যাবে। এবার থেকে শহরের মধ‍্যে শহরের টোটো ছাড়া অন‍্যকোনো টোটো চলবে না। এদিকে টোটোর থেকেও বেশি সার বেঁধে দাঁড় করানো মটরসাইকেলে জেরবার মানুষ।  টিপি ব‍্যানার্জী রোডে রামপুরহাট কোর্টের গলির মুখ থেকে শেষ পর্যন্ত বেশ কিছু দোকান, হোটেল এবং রামপুরহাট কোর্ট। এই ছোট্ট রাস্তার দুই পাশে সার সার বেঁধে মটরসাইকেল। তার মাঝে চলছে টোটো চলাচল।

এই রাস্তায় জীবনধন বন্দ‍্যোপাধ‍্যায়ের মতো বিশিষ্ট জনের বাস। আইনজীবী থেকে মক্কেলরাও এই পথ ব‍্যবহার করে। রাস্তার দুইধারে এই মটরসাইকেলের ভিড়ে মানুষের শ্বাসওঠার অবস্থা। বুধবার কোর্ট থেকে বাড়ি ফেরার পথে বিশিষ্ট আইনজীবী কল‍্যাণ বন্দ‍্যোপাধ‍্যায়ের নাজেহাল অবস্থা। পায়ে পায়ে চলা দায়। আইনজীবী সহ এলাকার মানুষজনের একটাই দাবি, এই যানজট মুক্ত করুক কোর্টের গলি। শহরের যানজট মুক্ত করতে এই ব‍্যস্ততম রাস্তার ব‍্যবস্থা নিতে তৎপর হতে চলেছে  পুরসভা।