Mon, July 1, 2024

ই-পেপার দেখুন
logo

নয়া ইতিহাস রচনার পথে অষ্টাদশ লোকসভা, স্পিকার পদে প্রার্থী বিরোধী জোটের


আবুল খায়ের   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৪, ০৪:৩৩ পিএম

নয়া ইতিহাস রচনার পথে অষ্টাদশ লোকসভা, স্পিকার পদে প্রার্থী বিরোধী জোটের

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ভারতের সংসদীয় রাজনীতিতে এই প্রথমবার ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চলেছে অষ্টাদশ লোকসভার স্পিকার। মঙ্গলবার ১২টায় স্পিকার পদে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নির্দিষ্ট করা হয়। এনডিএ-র পক্ষ থেকে স্পিকার পদে প্রার্থী হন ওম বিড়লা। অন্যদিকে বিরোধী ইণ্ডিয়া জোটে প্রার্থী হিসাবে মননোয়ন জমা দিলেন কে সুরেশ। আটবারের কংগ্রেস সাংসদ সুরেশকে প্রোটেম স্পিকার করার জন্য নাম প্রস্তাব করেছিল কংগ্রেস।

এ দিন সংসদে প্রবেশের সময় রাহুল গান্ধি সংবাদমাধ্যমকে বলেন, স্পিকার পদে বিপক্ষের সমর্থন চাইতে মল্লিকার্জুন খাড়্গেকে সোমবার ফোন করেছিলেন রাজনাথ সিং। তখন সব বিরোধীদের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল বিরোধীদের ডেপুটি স্পিকার পদ দিতে হবে। এরপর মঙ্গলবার সকাল পর্যন্ত সে বিষয়ে রাজনাথের তরফে কোনও উত্তর না আসায় কে সুরেশ মনোনয়ন জমা করেন।

সূত্রের খবর, স্পিকার ও ডেপুটি স্পিকার পদের জন্য সহমতের ভিত্তিতে এগোতে চাইছে মোদি সরকার।বিরোধীদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে রাজনাথ সিংহ ও কিরেণ রিজিজুকে।  সেই আলোচনা সদর্থক না হলে বুধবার সকাল ১১টাই হবে ভোট গ্রহণ। তবে যদি স্পিকার নির্বাচন ভোটের মাধ্যমেই হয়, তবে তা ভারতের সংসদীয় রাজনীতিতে নয়া ইতিহাস রচনা করবে।