Mon, July 1, 2024

ই-পেপার দেখুন
logo

বিশ্ব চ্যাম্পিয়নদের ছিটকে দিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৪, ১২:০০ পিএম

বিশ্ব চ্যাম্পিয়নদের ছিটকে দিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান

 

 

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  একদিনের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়লো আফগানিস্তান। ক্যারিবিয়ান ভূমিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে  বাংলাদেশকে  ৮ রানে হারিয়ে স্বপ্নের উত্থান ঘটালেন রশিদ খান, রাহমানউল্লাহ গুরবাজরা। কিংস টাউনে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান।

কিন্তু ওপেনিং ব্যাটসম্যান তথা ক্রিকেট কিপার রহমানউল্লাহ গুরবাজ ছাড়া কেউই বড় রান করতে পারলেন না। একমাত্র গুরবাজ ৪৩ রান করেন। শেষ দিকে রশিদ খান দশ বলে তিনটি ছক্কা মেরে ১৯ রান করে অপরাজিত থাকেন। আফগানিস্তান পাঁচ উইকেটে ১১৫ রান তোলে। 
মাত্র  ১১৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বাংলাদেশ একের পর এক উইকেট হারাতে থাকে। নবীন উল হকের আগুনে বোলিং এর সামনে দিশাহারা হয়ে যান পদ্মা পারের ক্রিকেটাররা। এরপর বাংলাদেশের উপর রশিদ খান নামক ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। রশিদ তান্ডব চলার সময় বৃষ্টি নামে। বাংলাদেশকে জয়ের জন্য করতে হতো ১১৪ রান। কিন্তু সেই রানও তুলতে পারল না বাংলাদেশ। একমাত্র লিটন দাস ছাড়া কেউই ক্রিজে টিকতে পারলেন না। শেষ পর্যন্ত আফগানদের শেষ হাসি হাসতে সাহায্য করলেন নবীন উল হক। একাই তুলে নিলেন চারটি উইকেট।

আফগানিস্তান ক্যাপ্টেন রশিদ খানের সংগ্রহ চারটি উইকেট। তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিতে প্রথমবার কোন ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো আফগানিস্তান। এশিয়ান ক্রিকেট জয়েন্ট হিসেবে ইতিহাস গড়ে ফেললেন আফগানরা। ভারত ও আফগানিস্তানের কাছে হারের ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আপাতত ছুটি হয়ে গেল একদিনের বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। সেমিফাইনালে আফগানদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা।