Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

রাশিয়ার উপসনাস্থলে হামলা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:১৪ এএম

রাশিয়ার উপসনাস্থলে হামলা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯

মস্কো, ২৪ জুন: রাশিয়ার উপসনাস্থলে হামলায় নিহতের সংখ্যা বাড়ল। ঘটনায় পুলিশ কর্মীসহ ১৯ জন নাগরিক নিহত হয়েছে বলে খবর। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় রাশিয়ার দাগেস্তানে ডারবেন্ট এবং মাখাচকালা শহরে সংঘটিত ওই হামলার ঘটনা ঘটে। দুটি অর্থোডক্স গির্জা, সিনাগগ ও পুলিশ পোস্টে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তদন্ত আধিকারিকরা সর্বশেষ তথ্যে জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় হামলার ঘটনায় ১৫ পুলিশ কর্মী ও চারজন নাগরিক নিহত হয়েছেন। অন্তত পাঁচজন হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম। দাগেস্তান অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ এক বিবৃতিতি বলেছেন, ‘এটি দাগেস্তান ও পুরো দেশের জন্য একটি ট্র্যাজেডির দিন।’ তার দাবি, বিদেশী বাহিনী এই হামলার নেপথ্যে জড়িত। তবে বিস্তারিত কিছু জানাননি। গভর্নর আরও বলেন, ‘এটি আমাদের ঐক্যকে বিচ্ছিন্ন করার একটি প্রচেষ্টা।’

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, হামলার ফলে ডারবেন্টের সিনাগগে আগুন লেগে যায়। এছাড়া গির্জা থেকে ধোঁয়া উঠছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ বলেছেন, হামলাকারীদের মধ্যে ছয়জনকে ‘খতম’ করা হয়েছে।