Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

অতিশীর অনশন মঞ্চে তৃণমূলের মহিলা সাংসদরা


আবুল খায়ের   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২৪ এএম

অতিশীর অনশন মঞ্চে তৃণমূলের মহিলা সাংসদরা

 

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আমরণ অনশনে বসেছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা। সোমবার আন্দোলনরত আপনেত্রীকে দেখা করতে যান তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা।

 

উল্লেখ্য, গত একমাসেরও বেশি সময় ধরে জলের আকাল চলছে রাজধানীতে। দীর্ঘক্ষণ জলের লাইনে দাঁড়িয়েও জল পাচ্ছেন না সাধারণ মানুষ। জায়গায় জায়গায় ট্যাঙ্ক পাঠিয়ে জলের জোগান দেওয়ার চেষ্টা চলছে ঠিকই তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এই পরিস্থিতিতে যমুনার জল বন্টন নিয়ে হরিয়ানা সরকারকে কাঠগড়ায় তুলে গত শুক্রবার থেকে  আমরণ অনশন শুরু করেছেন মন্ত্রী অতিশী। সোমবার সেই আপনেত্রীর অনশনের চতুর্থ দিনে আন্দোলনে সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ালেন জোড়াফুল শিবিরের মহিলা সাংসদরা।

 

এ দিন এক ভিডিও বার্তায় আতিশী জানিয়েছেন, তিনদিন ধরে অনশনের ফলে তাঁর শরীরের রক্তচাপ ও সুগারের পরিমাণ কমেছে। উল্টে কিটোনিন পরিমাণ বেড়েছে। যা ভবিষ্যতে বড়সড় শারীরিক সমস্যা তৈরি করতে পারে। কিন্তু তাতে মোটেও ঘাবড়াচ্ছেন না তিনি। যতদিন না হরিয়ানা সরকার দিল্লিকে প্রাপ্য জল না দিচ্ছে ততদিন পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তিনি। অনশন মঞ্চ থেকে দিল্লির মন্ত্রী জানিয়ে দিয়েছেন, ২৮ লাখ দিল্লীবাসী জল না পাওয়া পর্যন্ত অনশন চলবে তাঁর। তিনি অনশনে করেছেন কারণ দিল্লিতে জলের প্রবল ঘাটতি রয়েছে। গত তিন সপ্তাহ ধরে হরিয়ানা দিল্লিবাসীকে জল সরবরাহ কমিয়ে দিয়েছে। হরিয়ানা সরকার গত ৩ সপ্তাহ ধরে দিল্লিতে ১০০ এমজিডি কম জল দিচ্ছে।