Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আমলাদের টাকা খাওয়াতে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে: ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২৫ এএম

আমলাদের টাকা খাওয়াতে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে: ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৪ জুন: পরিষেবা না পেলে পুরসভার দরকার কী? পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জমি জবরদখল নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "একের পর এক বেআইনি বাড়ি তৈরি হচ্ছে। জনপ্রতিনিধি থেকে পুলিশ-আমলা অনেকেই যুক্ত, সবার নাম প্রকাশ্যে বলে অপমান করতে চাই না। শিলিগুড়িতে ল্যান্ড মাফিয়া তৈরি হয়েছে। সিপিএম জমানার প্রোমোটিং সিন্ডিকেট এখনও চলছে।"

রাজ্যের পুরসভাগুলোর পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে। খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। একে তো কেন্দ্র টাকা দিচ্ছে না। আমি কত টানব? বাংলার আইডেন্টটিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার এবং আপনাদের টাকা খাওয়ার জন্য বাংলার পরিচয় নষ্ট হচ্ছে। রাজ্য সরকারের জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন।"