Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন বিজেপি সাংসদ ভর্তৃহারি মহতাব


Kibria Ansary   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ০৭:৪৫ এএম

লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন বিজেপি সাংসদ ভর্তৃহারি মহতাব

নয়াদিল্লি, ২৪ জুন: সোমবার থেকে শুরু হয়েছে ১৮ তম লোকসভা অধিবেশন। এরইমধ্যে লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন বিজেপি সাংসদ ভর্তৃহারি মহতাব। রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ থেকে শুরু হওয়া লোকসভা অধিবেশনে সভাপতিত্ব করার পাশাপাশি নবনির্বাচিত সাংসদদের শপথ অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন তিনি। অন্যদিকে আজ শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এনডিএ সাংসদরা। প্রসঙ্গত, প্রোটেম স্পিকার হিসেবে মাহতাবের নিয়োগ নিয়ে প্রবল সমালোচনা করেছে বিরোধীরা। তাদের অভিযোগ সরকার তাদের মনোনীত সদস্য কোডিকুনিল সুরেশের দাবিকে উপেক্ষা করেছে। যিনি লোকসভায় আটটি মেয়াদে দায়িত্ব পালন করেছেন। সুরেশকে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রোটেম স্পিকার নিযুক্ত করা হবে বলে আশা করা হয়েছিল। তবে তা হয়নি।