Mon, July 1, 2024

ই-পেপার দেখুন
logo

ফের রাশিয়ায় ভয়াবহ হামলা, ১৫ জনেরও বেশি পুলিশ কর্মী ও নাগরিক নিহত


Kibria Ansary   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৪, ০৪:৫২ এএম

ফের রাশিয়ায় ভয়াবহ হামলা, ১৫ জনেরও বেশি পুলিশ কর্মী ও নাগরিক নিহত

মস্কো, ২৪ জুন: ফের রাশিয়ায় ভয়াবহ হামলা। ঘটনায় ১৫ জনেরও বেশি পুলিশ কর্মী নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ডারবেন্ট এবং মাখাচকালা শহরে সংঘটিত ওই হামলায় কমপক্ষে আরও ১২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাশিয়ার দাগেস্তানে। দুটি অর্থোডক্স গির্জা, সিনাগগ ও পুলিশ পোস্টে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ এবং একটি পুলিশ পোস্টে বন্দুকধারীদের হামলার পর ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিতসহ বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। হামলার শিকার ওই সিনাগগ এবং গির্জা উভয়ই ডারবেন্টে অবস্থিত, যা প্রধানত-মুসলিম উত্তর ককেশাস অঞ্চলে প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল। অন্যদিকে প্রায় ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) দূরে দাগেস্তানের রাজধানী মাখাচকালায় পুলিশ পোস্টেও হামলা চালানো হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, হামলার ফলে ডারবেন্টের সিনাগগে আগুন লেগে যায়। এছাড়া গির্জা থেকে ধোঁয়া উঠছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ বলেছেন, হামলাকারীদের মধ্যে ছয়জনকে ‘খতম’ করা হয়েছে।