Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

'মানুষ কাজ চায়, স্লোগান নয়', সংসদের প্রথম অধিবেশনে সাংসদ হিসেবে শপথ নিয়েই বিরোধীদের কটাক্ষ মোদির


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ১২:৫৮ এএম

'মানুষ কাজ চায়, স্লোগান নয়', সংসদের প্রথম অধিবেশনে সাংসদ হিসেবে শপথ নিয়েই বিরোধীদের কটাক্ষ মোদির


পুবের কলম, ওয়েবডেস্ক: শুরু অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। সাংসদ হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। যখন এই শপথের পর্ব চলছে তখন অন্যদিকে সংসদের বাইরে চলছে নিট-নেট দুর্নীতি কাণ্ডে বিরোধীদের বিক্ষোভ। 
শপথ নিয়ে মোদি বিরোধীদের উদ্দেশে বলেন, 'মানুষ কাজ চায়, স্লোগান নয়'। নয়া সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন, তাঁর পূর্ণ আস্থা রয়েছে, সাংসদরা সাধারণ মানুষের আশা পূরণ করবেন। দেশে একটি দায়িত্বশীল বিরোধী দল প্রয়োজন।তবে সাধারণ মানুষ সংসদে সাংসদদের কাছে কাজ, আলোচনা এসব আশা করেন, ঝামেলা বা স্লোগান নয়। বিরোধীদের উদ্দেশে ফের একবার তিনি বলেন, এতদিন পর্যন্ত বিরোধীদের অবস্থান ছিল হতাশাজনক। তবে আশা রাখি এবার বিরোধীরা নিজেদের ভূমিকা যথাযথ পালন করে গণতন্ত্রের মর্যাদা বজায় রাখবে।' মোদি বলেন, বিজেপি সরকার তার টানা তৃতীয়বার মেয়াদে এসেছে। আর এবার তিনগুণ বেশি কাজ করবে। 
প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের তত্বাবধানে সোমবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে জয়ী সাংসদদের শপথ গ্রহণ। আজ থেকে শুরু অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। এদিকে নিট-নেট দুর্নীতি কাণ্ডে বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত দেশ। সেইসঙ্গে কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনা সহ পর পর বেশ কয়েকটি দুর্ঘটনা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা।