Mon, July 1, 2024

ই-পেপার দেখুন
logo

রাষ্টসংঘের ইউএনআরডব্লিউএ’র প্রধান কার্যালয়ে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৪ ফিলিস্তিনি


Kibria Ansary   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৪, ০৪:৫১ পিএম

রাষ্টসংঘের ইউএনআরডব্লিউএ’র প্রধান কার্যালয়ে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৪ ফিলিস্তিনি

গাজা, ২৩ জুন: গাজায় রাষ্টসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার (UNRWA) প্রধান কার্যালয়ে বিমান হামলা চালাল ইসরাইলি সেনাবাহিনী। হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার উত্তর গাজা সিটিতে ইউএনআরডব্লিউএ’র প্রধান কার্যালয় প্রাঙ্গণের প্রধান ফটকে বিমান হামলা চালায় ইসরাইল। এতে অন্তত চারজন নিহত হন আর আহত হন আরও অনেকে। এই বিমান হামলার সময় শরণার্থী সংস্থার কার্যালয়ের ভেতরে গাজার বাস্তুচ্যুত শতশত ফিলিস্তিনি ছিলেন। ঘটনাস্থলে থাকা একজন ফিলিস্তিনি নারী জানান, তিনি অনেক মৃতদেহ দেখেছেন আর তার দুই শিশু বিমান হামলায় আহত হয়েছে। এ হামলার মাত্র একদিন আগে শহরজুড়ে একাধিক বিমান হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। তারা শাতি ও তুফাহ ক্যাম্পেও হামলা চালায়। এতে অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ১৬৯ জন।