Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

তৃণমূল করার অপরাধে মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২৩ এএম

তৃণমূল করার অপরাধে মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: তৃণমূল কংগ্রেস করার অপরাধে এক মহিলাকে বেধড়ক মারধর অভিযোগ উঠলো বিজেপির নেত্রীর বিরুদ্ধে। নিগৃহীত মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অস্বীকার বিজেপির নেতৃত্বের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের ১৮৪ নম্বর বুথের ঘটনা। তৃণমূল করার অপরাধে বিজেপি দুষ্কৃতীরা দিপালী মন্ডল নামে ওই মহিলাকে বেধড়ক মারধর করে।  তাকে হুমকি দেয়। এর আগেও একাধিকবার হুমকির শিকার হন এই দিপালী মন্ডল। কারণ তিনি তৃণমূল কংগ্রেস করতেন।রবিবার বিজেপি নেত্রী অপর্ণা মন্ডল কিছু মহিলা নিয়ে বাঁশ লাঠি শাবল দিয়ে মারধর করে। সক্রিয় তৃণমূল কর্মী দিপালী মন্ডল দিন সকাল বেলায় বাড়ির সামনে উঠোনে বসে রান্নার সবজি কাটছিলেন। এ সময় তাকে আচমকা লাঠি, শাবল দ দিয়ে বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত মহিলা দিপালী মন্ডল কে প্রতিবেশীরা উদ্ধার করে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এরপর তিনি সন্দেশখালিতে লিখিত অভিযোগ করেন। ঘটনার তদন্ত করছে সন্দেশখালি থানার পুলিশ। ঠিক কী কারনে এই তৃণমূলের কর্মীকে মারধর করা হয়। তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব অস্বীকার করেছে। এর সঙ্গে কোন রাজনৈতিক যোগসূত্র নেই। মিথ্যে এই অভিযোগ চক্রান্ত করে রাজনৈতিক কালিমা লিপ্ত করছে তৃণমূল কংগ্রেস।