Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

ফের বিহারে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, এক সপ্তাহে ভাঙল তিনটি সেতু


Kibria Ansary   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ০৭:৩২ পিএম

ফের বিহারে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, এক সপ্তাহে ভাঙল তিনটি সেতু

মতিহারী, ২৩ জুন: ফের বিহারে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। রবিবার পূর্ব চম্পারণ জেলায় একটি নির্মীয়মাণ ছোট সেতু ভেঙে পড়ে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মোতিহারির ঘোড়াসহন ব্লকের এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গত এক সপ্তাহেরও কম সময়ের বিহারে তৃতীয়বার সেতু ভেঙে পড়ার দুর্ঘটনা ঘটল।

জানা গিয়েছে, আমওয়া গ্রামকে ব্লকের অন্যান্য এলাকার সঙ্গে যুক্ত করতে একটি খালের উপর ১৬ মিটার লম্বা একটি সেতু তৈরি করা হচ্ছিল। সেতু নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়। দারাউন্ডা এবং মহারাজগঞ্জ ব্লকের গ্রামগুলিকে সংযুক্ত করে একটি খালের উপর সেতু নির্মাণের কাজ করছিল রাজ্যের গ্রামীণ পূর্ত বিভাগ (RWD)। হঠাৎ ভেঙে পড়ে নির্মীয়মাণ সেতুটি। এটি ভেঙে পড়ার ফলে গাফিলতি অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

সেতুর কয়েকটি পিলার নির্মাণের সময়ই আপত্তি জানিয়েছিলেন স্থানীয়দের একাংশ। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। জেলাশাসক সৌরভ জোরওয়াল জানিয়েছেন, 'ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।' এদিকে ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পূর্ত বিভাগ অতিরিক্ত মুখ্যসচিব দীপক কুমার সিং।