Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

নিট দুর্নীতি: এনটিএ-এর প্রধানকে সরালো কেন্দ্র, নতুন দায়িত্বে প্রদীপ সিং


Kibria Ansary   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৩:২২ এএম

নিট দুর্নীতি: এনটিএ-এর প্রধানকে সরালো কেন্দ্র, নতুন দায়িত্বে প্রদীপ সিং

নয়াদিল্লি, ২৩ জুন: এনইইটি-ইউজি এবং ইউজিসি-নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সরানো হল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর প্রধান সুবোধ কুমার সিংকে।  শনিবার রাতে এনটিএ-এর প্রধানকে তাঁর পদ অপসারণ করা হয়। সুবোধ কুমারকে কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগে বাধ্যতামূলক অপেক্ষায় (কম্পালসরি ওয়েটিং) রাখা হয়েছে। এদিকে এনটিএ-এর অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে ১৯৮৫ ব্যাচের অবসরপ্রাপ্ত অফিসার প্রদীপ সিং খারোলাকে। ওই পদে স্থায়ী প্রধান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব পালণ করবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।

শিক্ষামন্ত্রক ২০২৪ সালের ৫ মে অনুষ্ঠিত এনইইটি (ইউজি) পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে। সেই ঘটনায় পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে তদন্তভার দেওয়া হয়েছে। নিট দুর্নীতি নিয়ে কড়া অবস্থান নিয়েছে সুপ্রিমকোর্ট। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। নিট দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টে জমা পড়েছে বহু আবেদন। সেই আবেদনগুলির ভিত্তিতে গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। শীর্ষ আদালত জানায়, সামান্য গাফিলতি হলেও তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা দরকার। যদি কারও তরফে ০.০০১ শতাংশ গাফিলতি থেকে থাকে, তাহলে তা গভীর ভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত।

অন্যদিকে, নিট দুর্নীতি নিয়ে প্রতিনিয়ত চাপ বাড়িয়েছে বিরোধীরা। দুর্নীতির তদন্তে সিবিআই চেয়ে সরব হয়েছে কংগ্রেস। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কোনও আধিকারিক দুর্নীতিতে যুক্ত থাকলে তাদের রেয়াত করা হবে না বলেও সাফ জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, "এনটিএ-র বড় আধিকারিকরা দোষী প্রমাণিত হলে রেয়াত পাবেন না। এনটিএ-তে অনেক উন্নতি প্রয়োজন। এনিয়ে সরকার উদ্বিগ্ন। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না, কঠোরতম শাস্তি পাবে তারা।"