Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

উমরাহর ই-ভিসা দেওয়া শুরু করল সউদি আরব


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২৭ এএম

উমরাহর ই-ভিসা দেওয়া শুরু করল সউদি আরব

 

মক্কা, ২১ জুন: পবিত্র উমরাহ পালনে ইচ্ছুক সামর্থ্যবান মুসল্লিদের জন্য ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করল সউদি আরব। চলতি বছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর থেকেই উমরাহর ই-ভিসা দেওয়া শুরু করেছে দেশটি। সউদি হজ ও উমরাহ মন্ত্রক জানায়, ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন মুসলিমরা। ফলে উমরাহ পালনের জন্য তারা আগামী ১৯ জুলাই থেকে দেশটিতে আসতে শুরু করতে পারবেন। ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে সারাবিশ্বের মুসল্লিদের মক্কা ও মদিনা ভ্রমণ করা আরও সহজ হয়ে গিয়েছে। এর মাধ্যমে মুসল্লিরা তাদের পছন্দ অনুযায়ী আবাসন এবং প্রয়োজনীয় পরিষেবাগুলো সহজেই লাভ করতে পারবেন। এ ছাড়া যোগাযোগ সেবার পাশাপাশি বিস্তৃত তথ্যের ভাণ্ডারেও প্রবেশ করতে পারবেন তাঁরা। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর মানুষ যেন সহজেই পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারেন, সেই সুযোগও রয়েছে অ্যাপটিতে। আর ভ্রমণকারীদের সাবলীলভাবে চলাফেরা করার জন্য অ্যাপটিতে বেশ কয়েকটি ভাষাও যুক্ত করা আছে। অ্যাপটির মাধ্যমে মুসল্লিরা ২৪/৭ বিভিন্ন পরিষেবা পাবেন।