Mon, October 7, 2024

ই-পেপার দেখুন
logo

বন্যা কবলিত বাংলায় বিজয়া সম্মেলনী নিয়ে বাড়াবাড়ি নয়, নির্দেশ তৃণমূল সুপ্রিমোর


আবুল খায়ের   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১২:৫০ এএম

বন্যা কবলিত বাংলায় বিজয়া সম্মেলনী নিয়ে বাড়াবাড়ি নয়, নির্দেশ তৃণমূল সুপ্রিমোর

পুবের কলম,ওয়েব ডেস্কঃ বন্যা বিধ্বস্ত বাংলায় এবারে অনাড়ম্বরভাবে বিজয়া সম্মেলনী করার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো। এই বছর আগামী ১২ অক্টোবর বিজয়া দশমী। প্রতি বছর দুর্গা পুজোর পর প্রতিটি রাজনৈতিকই দলই জনসংযোগের লক্ষ্যে বিজয়া সম্মেলনীর আয়োজন করে। রাজ্যের শাসক দল হিসাবে তৃণমূলও ব্যতিক্রমী নয়। বরং অনেকক্ষেত্রে ঘাসফুল শিবিরের এই আয়োজন নতুন করে উৎসবের রূপ পায়।

কিন্তু এই বছর পরিস্থিতি ভিন্ন। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলা বন্যা কবলিত। একইসঙ্গে পাহাড়ে নামছে ধ্বস। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্থ দুর্গত মানুষের কথা মনে রেখে অনাড়ম্বরভাবে বিজয়া সম্মেলনী উদযাপনের জন্য জেলা নেতৃত্বের কাছে নির্দেশ পাঠালেন সুপ্রিমো।

উল্লেখ্য, ভয়াবহ বন্যা পরিস্থির কথা বিবেচনা করে দুর্গত মানুষের কাছে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান জেলার একাধিক জায়গায় সরেজমিনে পরিদর্শন করেছেন তিনি। টানা বৃষ্টিপাত ও ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বন্যাকবলিত। চাষের জমি, বাড়ি, বিদ্যুতের পোস্ট, জলের কল-সহ বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানির ঘটনাও ঘটেছে। উত্তরবঙ্গের একাধিক জেলাও বন্যাকবলিত এবং পাহাড়ে ধস নেমেছে। উত্তরবঙ্গে ঝটিকা সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক করে এসেছেন মমতা।