Mon, October 7, 2024

ই-পেপার দেখুন
logo

পুজোর মুখে একধাক্কায় বিএসকে কর্মীদের বেতন বেড়ে ১৬ হাজার


আবুল খায়ের   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ০১:১৭ এএম

পুজোর মুখে একধাক্কায় বিএসকে কর্মীদের বেতন বেড়ে ১৬ হাজার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ পুজোর মুখে পারশ্রমিক বৃদ্ধির কথা ঘোষণা করলো নবান্ন। পাশাপাশি বাড়তে চলেছে তাদের বার্ষিক বেতনের পরিমাণও। সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হতে চলেছে সারা রাজ্যের প্রায় সাড়ে ৩ হাজারের বেশি বাংলা সহায়তা কেন্দ্রের(বিএসকে) কর্মীরা।

এতদিন পর্যন্ত বিএসকে-তে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটররা পারিশ্রমিক হিসাবে পেতেন মাসিক ১৪ হাজার ৩৮০ টাকা। যা এক ধাক্কায় ১,৬২০ টাকা বেড়ে হল ১৬ হাজার টাকা। ২০২৪ সালের ১ অক্টোবর থেকেই এই বর্ধিত বেতন পাবেন। এর ফলে বছরে একজন ডেটা এন্ট্রি অপারেটরের বৃদ্ধির পরিমাণ হল ১৯,৪৪০ টাকাপাশাপাশি ২০২৫ সালের ১ জুলাই থেকে তাঁদের বার্ষিক ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

সম্প্রতি কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক বাড়িয়েছে রাজ্য সরকার। বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধিও বর্ধিত হচ্ছে। রাজ্য সরকারের দুই সমাজকল্যাণ প্রকল্পের অ্যাকাউন্ট্যান্টরা এতদিন পারিশ্রমিক পেতেন ১৫ হাজার টাকা। এবার তা বেড়ে হল ২১ হাজার টাকা। কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক ১১ হাজার টাকা থেকে বেড়ে হল ১৬ হাজার টাকা। কন্যাশ্রী ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক ১২ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াল ১৬ হাজার টাকা।

রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কেন্দ্র চালু করা হয়।