Mon, October 7, 2024

ই-পেপার দেখুন
logo

ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১২:২৭ এএম

ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান


ইসলামাবাদ, ৬ অক্টোবর: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ফের বিক্ষোভে উত্তাল পাকিস্তান। শনিবার রাজধানী ইসলামাবাদে একদিনের বিক্ষোভ সমাবেশ হলেও এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক- ই ইনসাফ (পিটিআই)দলটির নেতারা বলেছেন, দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের পক্ষ থেকে কোনও নির্দেশনা না আসা পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবেশনিবার এই বিক্ষোভ মোকাবিলায় পুলিশ শহরের রাস্তাঘাট বন্ধ করে দেয়, মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে ও টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের দমনের চেষ্টা করেপিটিআই দাবি করেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের নেতা আলী আমিন গান্দাপুরকে অবৈধভাবে আটককরা হয়েছেশুক্রবার রাতে ইসলামাবাদ-পেশোয়ার হাইওয়েতে কয়েক হাজার বিক্ষোভকারীর নেতৃত্ব দিয়েছিলেন গান্দাপুরপুলিশ তাদের শহরে প্রবেশ ঠেকানোর জন্য টিয়ারগ্যাস ব্যবহার করেপিটিআই বলছে, দলীয় নেতাকর্মীরা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেলাহোরেও শনিবার বিক্ষোভ হয়েছে যেখানে বিভিন্ন সড়ক অবরোধ করা হয়ইমরান খান এক বার্তায় বলেন, ‘আমি আমাদের সব সমর্থকের জন্য অত্যন্ত গর্বিত।’ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাঁর দাবি, এতে ৮০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেনস্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পিটিআই-কে পরামর্শ দিয়েছিলাম, তারা যেন কূটনৈতিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোনও ধরনের জমায়েত না করেবিক্ষোভকারীরা এসসিও সম্মেলন ব্যাহত করার পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।’  শুক্রবার থেকে দফায় দফায় রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে পিটিআই নেতাকর্মীদেরইমরান খানের সমর্থকদের অনুপ্রবেশঠেকাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার কার্যত গোটা দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ইসলামাবাদকেইসলামাবাদের পরিস্থিতি শনিবার কিছুটা নিয়ন্ত্রণে আনলেও লাহোর, পেশোয়ারের মতো শহরে শনিবারও বিক্ষোভ-সমাবেশ ঘিরে অশান্তি ছড়িয়েছে গত আগস্টে শাহবাজ সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে ইমরানের মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলেন পিটিআই নেতারাশুক্রবার থেকে নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। এতে এখনও পর্যন্ত কয়েক’শ পিটিআই নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছেন ইমরান খানের দুই বোন।