Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

যৌন নিগ্রহের অভিযোগ, জাতীয় পুরস্কার বাতিল জানি মাস্টারের


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ১০:৪৭ পিএম

যৌন নিগ্রহের অভিযোগ, জাতীয় পুরস্কার বাতিল জানি মাস্টারের

পুবের কলম, ওয়েবডেস্ক: যৌন নিগ্রহের অভিযোগে হাতছাড়া হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জনপ্রিয় কোরিওগ্রাফার শেখ জানি  মাস্টারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল করল কেন্দ্র। নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগে আরও বিপাকে কোরিওগ্রাফার জানি মাস্টার। জানা গিয়েছে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস সেল বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে।


মূলত দক্ষিণী ছবিতে কাজ করেন জানি মাস্টার। ২০২২ সালে ‘তিরুচিত্রমবলম’ ছবির ‘মেঘম কারুকথা’ গানে কোরিওরগ্রাফির জন্য জাতীয় পুরস্কার জয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা হয় । কিন্তু গত মাসেই গোয়ায় গ্রেফতার হন জানি মাস্টার। যৌন নির্যাতন থেকে শিশু সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে। 


মধ্যপ্রদেশের এক তরুণী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সময় জানি মাস্টার তাঁর যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ তরুণীর। তিনি আরও জানান, ফোটোশ্যুট, রিহার্সালের সময় তাঁকে মানসিক ভাবেও হেনস্থা করেন জানি মাস্টার। ওই তরুণীর দাবি, কারও সামনে মুখ খুললে শারীরিক ভাবেও তাঁর ক্ষতি করার হুমকিও  দেন তিনি। যে সময় এই হেনস্থা শুরু হয়, ওই তরুণী নাবালিকা ছিলেন বলে জানা যায়।


জানি মাস্টারের আসল নাম শেখ জানি বাসা। একাধিক তামিল, তেলুগু ও কন্নড় সিনেমায় কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন তিনি। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘শ্রীভল্লি’ গানেরও তিনিই কোরিওগ্রাফার। জানির হিন্দি ছবির তালিকায় রয়েছে ‘জয় হো’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘স্ত্রী ২’র মতো সিনেমা। ‘স্ত্রী ২’র জনপ্রিয় গান ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’-র নাচের কোরিয়োগ্রাফি করেছেন তিনি।