Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

আসন্ন পঞ্চায়েত নির্বাচন, পঞ্জাবে গুলিবিদ্ধ আপ নেতা, অবস্থা সংকটজনক


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ১০:২০ পিএম

আসন্ন পঞ্চায়েত নির্বাচন, পঞ্জাবে গুলিবিদ্ধ আপ নেতা, অবস্থা সংকটজনক

পুবের কলম,ওয়েবডেস্ক: আসন্ন পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই ঢাকে কাঠি পরে গেছে। তার আগেই ধুন্ধুমার পঞ্জাবে। মনোনয়ন জমা দিতে গিয়ে গুলিবিদ্ধ আপ নেতা। জানা গেছে, আসন্ন ১৫ অক্টোবর পঞ্চায়েত নির্বাচন সে রাজ্যে।তার আগে এদিন মনোনয়ন জমা দিয়ে গিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন সরকার এবং বিরোধী  পক্ষের দুই নেতা। তার জেরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আপ নেতা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তিনি।

মনোনয়ন জমা নিয়ে আগে থেকেই উত্তপ্ত রাজ্যরাজনীতি। সোমবার শেষদিন। আজ রবিবার রাজ্যের কোনও একটি স্কুল সংক্রান্ত ফাইল সই করানো নিয়ে নতুন করে বিতর্কের জন্ম নেই। কিন্তু বিডিও সেই ফাইলে সই করতে রাজি হয়নি। রেগে জান উপস্থিত অকালি নেতারা। দফতর থেকে বেরনোর সময়ে আপ নেতার মুখোমুখি হন বরদেব। সঙ্গে সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি।   

এদিন বিডিও দফতরের সামনে বচসা থেকে চলল গুলি। জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন আপ নেতা মনদীপ সিং ব্রার। জালালাবাদের সরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় লুধিয়ানার মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হয় আপ নেতাকে। সেখানেও তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক।

স্থানীয় আপ বিধায়ক জগদীপ কম্বোজ গোলডির অভিযোগ, আপ নেতাকে গুলি চালিয়েছেন শিরোমণি অকালি দলের নেতা বরদেব সিং মান।