Mon, October 7, 2024

ই-পেপার দেখুন
logo

লাড্ডুতে পশুর চর্বির পর তিরুপতির প্রসাদে এবার পোকা, ষড়যন্ত্র বলে তোপ মন্দির কর্তৃপক্ষের


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১২:২৭ এএম

লাড্ডুতে পশুর চর্বির পর তিরুপতির প্রসাদে এবার পোকা, ষড়যন্ত্র বলে তোপ মন্দির কর্তৃপক্ষের

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের খবরের শিরোনামে তিরুপতির প্রসাদী লাড্ডু। প্রসাদি লাড্ডুতে  গরু, শুয়োরের চর্বি, মাছের তেলের পর এবার তিরুপতির প্রসাদে পাওয়া গেল পোকা। তীর্থযাত্রীদের অভিযোগ, মন্দিরে পরিবেশিত প্রসাদে পোকার দেখা মিলেছে। যদিও অভিযোগ অস্বিকার করেছে মন্দির কর্তৃপক্ষ।    


গত বুধবার ঘটনাটি ঘটেছে । নামপ্রকাশে অনিচ্ছুক এক তীর্থযাত্রী সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে প্রসাদে পোকার কথা জানান। তিনি আরও বলেন, এগুলো মেনে নেওয়া যায় না। তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-এর অবহেলাই এর জন্য দায়ী।  তিনি শুধু একা নন, এমন অভিযোগ তুলেছেন অনেক তীর্থযাত্রীরাই। এই ঘটনার জন্য যে বা যাঁরা দায়ী, তাঁর বা তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে তারা।  


যাঁরা এর জন্য দায়ী তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক।যদিও সব অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। এই অভিযোগ ভুয়ো বলেও তোপ দেগেছেন তারা।  


তাদের দাবি,  রোজ হাজার হাজার তীর্থযাত্রী এখানে  আসেন।  মন্দিরের প্রসাদ গ্রহণ করেন। কিন্তু তাঁদের মধ্যে কেউই এমন অভিযোগ করেন না। এই অভিযোগকে ষড়যন্ত্র বলে তোপ দাগেন তারা। 

ওয়াইএসআর কংগ্রেসের আমলে তিরুপতি মন্দিরে লাড্ডুতে গরু, শুয়োরের চর্বি, মাছের তেল মেশানো হতে বলে সম্প্রতি অভিযোগ উঠেছিল।  অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু নায়ডু এই অভিযোগ তুলেছিলেন। শুধু তাই নয়, সেই আমলে তিরুপতির মন্দিরের প্রসাদী লাড্ডু নিম্ন মানের সামগ্রী দিয়ে বানানো হত বলেও অভিযোগ। সংশ্লিষ্ট ঘটনায় উত্তপ্ত হয় দক্ষিণাত্যের রাজনীতি। চন্দ্রবাবু নোংরা রাজনীতি করছেন বলে পাল্টা কটাক্ষ করেন জগনের দল।  সেই আবহেই মন্দিরের প্রসাদে পোকার দেখা মিলার ঘটনায় নতুন করে বিতর্ক উস্কে দিল।