Mon, October 7, 2024

ই-পেপার দেখুন
logo

দক্ষিণ বৈরুতে ইসরাইলের ব্যাপক বিমান হামলা


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ১১:৩৮ পিএম

দক্ষিণ বৈরুতে ইসরাইলের ব্যাপক বিমান হামলা

পুবের কলম,ওয়েবডেস্ক: ফের বৈরুতে হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত একটানা হামলা চালিয়েছে তারা। একের পর এক বিস্ফোরণের শব্দে  কেঁপে উঠছিল পুরো শহর। ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্তিকেন্দ্র হিসেবে পরিচিত বৈরুতের দাহিয়ায় গত বৃহস্পতিবার রাত থেকে টানা বোমা হামলা চালাচ্ছে ইসরাইল।


ইহুদি বাহিনীর  হামলায় হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ  শহাদত বরণের পর গত কয়েক দিনের এসব হামলায় তার উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনও শহিদ হয়েছেন বলেই সংবাদসংস্থা সূত্রে খবর। 


শনিবার লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, সাফিয়েদ্দিনের সঙ্গে শুক্রবার থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না।তবে সাফিয়েদ্দিনকে নিয়ে হিজবুল্লাহ এ পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

সূত্রের খবর, বৈরুতের কেন্দ্রস্থলের দক্ষিণে দাহিয়া আবাসিক এলাকায় ইসরাইলের টানা হামলার কারণে উদ্ধারকর্মীরা সেখানে যেতে পারছেন না। তাই ওই স্থলে কী ঘটেছে তা এখনো অনুমান করা যাচ্ছে না। 

এদিকে ইসরাইল লেবাননে তাদের তৎপরতা বাড়াচ্ছে। শনিবার প্রথমবারের মতো দেশটির উত্তরাঞ্চলীয় সুন্নি প্রধান শহর ত্রিপোলিতে হামলা চালিয়েছে। 

এক বিবৃতিতে ইহুদি বাহিনী জানিয়েছে, ইসরাইল দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযানে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে এবং দুই হাজার লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। তবে হিজবুল্লাহ এসব ঘটনায় তাদের হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।