Mon, October 7, 2024

ই-পেপার দেখুন
logo

রাশিয়ার টেরর লিস্ট থেকে বাদ যাচ্ছে তালিবানের নাম


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ০১:৩৯ এএম

রাশিয়ার টেরর লিস্ট থেকে  বাদ যাচ্ছে তালিবানের নাম

মস্কো, ৫ অক্টোবর: সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালিবানের নাম বাদ দেবে রাশিয়াএমনটাই জানিয়েছেন, আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত জামির কাবুলভরাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রধান আলেকজান্দর বর্তনিকভও বিষয়টি নিশ্চিত করেছেন২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর তালিবান সরকারের সঙ্গে যেসব দেশ যোগাযোগ স্থাপন করে তার মধ্যে প্রথম দিকেই ছিল রাশিয়াতবে দেশটি এখনও আনুষ্ঠানিকভাবে তালিবানকে কাবুলের শাসক হিসেবে স্বীকৃতি দেয়নি  গত মে মাসে জামির কাবুলভ তালিবান অবশ্যই আমাদের শত্রু নয়বলে উল্লেখ করেছিলেনশুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালিবানকে বাদ দেওয়ার জন্য রাশিয়ার বিদেশমন্ত্রক এবং এফএসবিসহ অন্যান্য সরকারি সংস্থা কাজ করছে  জামির কাবুলভ বলেন, ‘এই ইস্যুতে একটি মৌলিক সিদ্ধান্ত এরই মধ্যেই রাশিয়ার নেতৃত্ব গ্রহণ করেছেসব আইনি প্রক্রিয়ার অনুমতি দেওয়া দরকারএ জন্য আইনপ্রণেতাদের, পার্লামেন্ট ও অন্যান্য রাষ্ট্রীয় সংস্থাগুলোকে কঠোর পরিশ্রম করতে হবেতিনি আশা প্রকাশ করেছেন যে, ‘শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে’