Mon, October 7, 2024

ই-পেপার দেখুন
logo

ধর্ষণ হয়েছে কিনা ময়নাতদন্তের রিপোর্টেই জানা যাবে, জয়নগর ধর্ষণকাণ্ডে জানালেন বারুইপুরের পুলিশ সুপার


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ১১:৫১ পিএম

ধর্ষণ হয়েছে কিনা ময়নাতদন্তের রিপোর্টেই জানা যাবে, জয়নগর ধর্ষণকাণ্ডে  জানালেন বারুইপুরের পুলিশ সুপার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর :  খুন করেছে, তবে ধর্ষণের কথা স্বীকার করেনি অভিযুক্ত। জয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় জয়নগর থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি। ধর্ষণ হয়েছে কিনা, তা ময়নাতদন্তের পরই স্পষ্টভাবে জানা যাবে বলে দাবি।




পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। তবে কর্তব্যে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন এসপি। তিনি দাবি করেন, “মহিষমারি পুলিশ ক্যাম্প ৯টা নাগাদ খবর পায়। ওই স্কুলছাত্রী শেষবার কোথায় দেখা গিয়েছিল, কে দেখেছিলেন, সেই সংক্রান্ত তথ্য জোগাড় করা শুরু হয়। রাতেই বছর উনিশের এক যুবককে চিহ্নিত করা হয়। সাড়ে ১২টা নাগাদ মামলা রুজুর কয়েক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তাকে জেরা করা হয়।


খুনের কথা স্বীকার করে সে।  তবে ধর্ষণের করা হয়েছে কিনা ঐ স্কুলছাত্রীকে, সে বিষয়ে কিছু বলেনি ধৃত।” আপাতত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি এসপি-র।প্রসঙ্গত, জয়নগরের মহিষমারির কৃপাখালির বাসিন্দা ওই চতুর্থ শ্রেণির পড়ুয়া।



শুক্রবার দুপুরে টিউশন পড়তে বেরিয়েছিল। সন্ধে গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেনি সে। তাতেই দুশ্চিন্তা করতে শুরু করেন বাড়ির লোকজন। জয়নগর থানায় যান ওই স্কুলছাত্রীর বাবা। অভিযোগ, সেই সময় তাঁদের থেকে নিখোঁজ অভিযোগ নিতে কার্যত অস্বীকার করে পুলিশ।


এর পর থানা থেকে ফিরে আসেন ছাত্রীর বাবা। গভীর রাতে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি জলাজমি থেকে ছাত্রীর নিথর দেহ উদ্ধার হয়। সেই সময় তার দেহে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া যায় বলেই অভিযোগ। স্থানীয়দের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে।


তবে এদিন ঐ পড়ুয়ার মৃতদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হলেও ময়নাতদন্ত হয়নি। রবিবার ময়নাতদন্ত হবে বলে এদিন পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী। এদিন ধৃত যুবককে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমাআদালতে পাঠানো হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।


তাকে জেরা করে ও ময়নাতদন্তের  রিপোর্ট অনুযায়ী তদন্তের কাজ এগোবে এবং চার্জশিট দেওয়া হবে বলে পুলিশ সুপার বলেন।তিনি এদিন ও এও বলেন, অপরাধীর কঠোরতম শাস্তি  যাতে হয় তা দেখা হবে।





এদিকে এদিন এই ঘটনার দোষীর কঠোর শাস্তি সহ একাধিক দাবিতে জয়নগর মজিলপুর নাগরিক কমিটির সদস্যরা জয়নগর থানার আই সি পার্থ সারথি পালের সাথে দেখা করেন এবং একই দাবিতে এদিন জয়নগর থানায় বারুইপুর পুলিশ জেলার সুপারের সাথে দেখা করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভংকর সরকার, জেলা সভাপতি জয়ন্ত দাস সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব।