Mon, October 7, 2024

ই-পেপার দেখুন
logo

'দেশের কথা ভাবে না, কংগ্রেস শহুরে নকশালদের দিয়ে পরিচালিত দল' মহারাষ্ট্র থেকে আক্রমণাত্মক মোদি


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ০১:৩৩ এএম

'দেশের কথা ভাবে না, কংগ্রেস শহুরে নকশালদের দিয়ে পরিচালিত দল' মহারাষ্ট্র থেকে আক্রমণাত্মক মোদি

মুম্বই, ৫ অক্টোবর: সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ভোটের প্রাক্কালে ফের হাওয়া গরম করতে ময়দানে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আক্রমণের নিশানায় ফের কংগ্রেস। মোদি তাঁর ভাষণে বলেন, কংগ্রেস শহুরে নকশালদের দিয়ে পরিচালিত হয়। ওই রকম একটি দলের বিপজ্জনক এজেন্ডা পরাস্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। মোদি আরও বলেন, আমরা যদি সবাই এক হয়ে যাই তাহলে কংগ্রেসের দেশ ভাগের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে।

সেইসঙ্গে প্রধানমন্ত্রী আক্রমণাত্মক সুরে বলেন, কংগ্রেস স্বার্থপরের রাজনীতি করে। এমন একটি দল যারা দেশের কথা ভাবে না, দরিদ্রদের টাকা লুঠ করে। যার ফলে তারা দরিদ্র মানুষের অবস্থা উন্নয়নে কোনও প্রচেষ্টা করেনি। নির্বাচনের আগে মহারাষ্ট্রের ওয়াশিমে বেশ কয়েকটি প্রকল্প চালু করার পর জনসভায় কংগ্রেসে বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানান মোদি। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস জানে কিভাবে গরীবদের টাকা লুঠ করে স্বার্থপরের রাজনীতি করতে হয়। ওরা বিভাজনের রাজনীতি করে। ওদের প্রচেষ্টা রুখতে আমাদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

মোদির আরও অভিযোগ, যারা দেশের ক্ষতি করেছে কংগ্রেস আজ পর্যন্ত সব সময় তাদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, সম্প্রতি দিল্লিতে হাজার হাজার কোটি টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে। সেখানে একজন কংগ্রেস নেতাকে কিংপিন বলে সন্দেহ করা হচ্ছে। যুব সমাজকে মাদকের দিকে ঠেলে যে টাকা পাচ্ছে, তা দিয়ে কংগ্রেস নির্বাচনে লড়তে চায়। মোদির অভিযোগ, কংগ্রেসের চিন্তাভাবনা প্রথম থেকেই বিদেশি।

ব্রিটিশ শাসনের মতো এই কংগ্রেস পরিবারও দলিত, অনগ্রসর ও আদিবাসীদের নিজেদের সমান মনে করে না। তারা মনে করে ভারতকে শুধুমাত্র একটি পরিবারই শাসন করবে। এই কারণেই তারা বানজারা সম্প্রদায়ের প্রতি সর্বদা অবমাননাকর মনোভাব পোষণ করে এসেছে। মোদি বলেন, বানজারা সম্প্রদায়ের সাধুরা সংস্কৃতি এবং আধ্যাত্মিকতাকে অনুপ্রাণিত করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কিন্তু কংগ্রেসের ধারাবাহিক সরকারগুলি ওই সম্প্রদায়কে মূল স্রোতে আসতে বাধা দিয়েছে। 

মোদির আরও অভিযোগ, কৃষকদের জীবনও দুর্বিষহ করে তুলেছে কংগ্রেস। মোদির সাবধানবাণি, কৃষকদের ঋণ মকুবের যে মিথ্যা আশ্বাস কংগ্রেস দিচ্ছে তার থেকে সতর্ক হোন। মোদি বলেন, তেলেঙ্গানার লোকেরা এখনও ঋণ মকুবের জন্য অপেক্ষা করছে। আর কর্নাটকে, কংগ্রেস সরকার বিজেপির শুরু করা সেচ প্রকল্পগুলি বন্ধ করে দিয়েছে। 

নির্বাচনকে সামনে রেখে মোদির বক্তব্য, দেশকে অর্থনৈতিক অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা মহারাষ্ট্রের রয়েছে। কেন্দ্রীয় সরকার যা প্রদান করছিল তা ছাড়াও রাজ্য সরকার আর্থিক সহায়তার ক্ষেত্রে কৃষকদের দ্বিগুণ সুবিধা দিচ্ছে।