Sat, October 5, 2024

ই-পেপার দেখুন
logo

'ইসরাইল শুধু যুদ্ধ, বলপ্রয়োগের ভাষা বোঝে', ইহুদি শাসনের নৃশংসতায় আগ্রহ নিয়ে তীব্র নিন্দা ইরানের বিদেশমন্ত্রী আরাকচির


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০৯:৪৮ পিএম

'ইসরাইল শুধু যুদ্ধ, বলপ্রয়োগের ভাষা বোঝে', ইহুদি শাসনের নৃশংসতায় আগ্রহ নিয়ে তীব্র নিন্দা ইরানের বিদেশমন্ত্রী আরাকচির

পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইল শুধুমাত্র যুদ্ধ, বলপ্রয়োগের ভাষা বোঝে। ইসরাইলের নৃশংসতায় আগ্রহের নিন্দা নিয়ে ফের গর্জে উঠলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। এদিন ইহুদিবাদী শাসকের তীব্র সমালোচনা করে অপরাধমূলক শাসনের লাগাম টেনে ধরার সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন আরাকচি।


শনিবার দামেস্কে পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন আরাকচি। সেইসঙ্গে তিনি জানান, আঞ্চলিক উন্নয়নের বিষয়ে পরামর্শের জন্য তার সিরিয়া সফর করেছেন। ইহুদিবাহিনীর তীব্র নিন্দা জানিয়ে আরাকচি ইসরাইলের নিরবচ্ছিন্ন অপরাধ ও শত্রুতার নিন্দা জানিয়ে বলেন, ইহুদিবাদী শাসক বলপ্রয়োগ ও যুদ্ধের ভাষা ছাড়া আর কিছুই জানে না। তারা প্রতিদিন বৈরুত ও গাজার বিরুদ্ধে তাদের অপরাধ চালিয়ে যাচ্ছে। আরাকচি ইসরাইলি নৃশংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। 

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ-খুনে রণক্ষেত্র জয়নগর, পুলিশকে ঝাঁটা পেটা জনতার, ক্যাম্পে আগুন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ-খুনে রণক্ষেত্র জয়নগর, পুলিশকে ঝাঁটা পেটা জনতার, ক্যাম্পে আগুন


বৈরুত সফরের সময় লেবাননের কর্মকর্তাদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ পরামর্শ এবং দামেস্কের আঞ্চলিক উন্নয়ন সম্পর্কে আলোচনার পরিকল্পনার দিকে ইঙ্গিত দিয়ে আরাকচি বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লেবাননে এবং বিশেষ করে গাজায় যুদ্ধবিরতির সমস্যা। আলোচনা নিয়ে আমরা আশবাদি। ইরান ও সিরিয়ার মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার পর্যালোচনার পরিকল্পনার কথাও বলেন আরাকচি।