Sat, October 5, 2024

ই-পেপার দেখুন
logo

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ-খুনে রণক্ষেত্র জয়নগর, পুলিশকে ঝাঁটা পেটা জনতার, ক্যাম্পে আগুন


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০৫:৩৩ পিএম

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ-খুনে রণক্ষেত্র জয়নগর, পুলিশকে ঝাঁটা পেটা জনতার, ক্যাম্পে আগুন

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগকে ঘিরে রণক্ষেত্র কুলতলি ও জয়নগর লাগোয়া এলাকা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কুলতলি থানার কৃপাখালি হালদার পাড়ার মোড় এলাকায়।  


জয়নগরে ৯ বছরের বালিকাকে খুনের পর পুলিশ ক্যাম্প ভাঙচুর, আগুন লাগানোর উওপ্ত পরিস্থিতির মাঝে তদন্তে আসেন রাজ্যে পুলিশের এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার,  প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি আকাশ মাঘারিয়া সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিরা। 



মৃতের পরিবার সূত্রে খবর,  শুক্রবার বিকালে জয়নগর থানার মহিষমারি বাজারের কাছে থেকে টিউশন থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী।


পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর খোঁজ মেলেনি।জয়নগর থানার পুলিশকে খবর দিলে ঘটনার তদন্ত নেমে পুলিশ  সন্দেহভাজন এক যুবককে আটক করে  শুক্রবার রাতেই । পরে তাকে গ্রেফতার করা হয়।




তাকে দফায় দফায় জেরা করার পরে খুনের কথা স্বীকার করে নেয় সে। অভিযুক্তকে সঙ্গে নিয়ে গভীর রাতে কৃপা খালির জলা জমি থেকে বালিকার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

" target="_blank">


পরিবারের অভিযোগ ধর্ষণ করে ওই নাবালিকা ছাত্রীকে খুন করা হয়েছে। এদিকে এই বালিকা খুনের ঘটনায় ধৃতকে জয়নগর থানার পুলিশ শনিবার বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। 



শনিবার সকালে অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানান মৃত শিশুর পরিবার।মৃতদেহ জয়নগর থানার পদ্মেরহাট গ্রামীন হাসপাতালের মর্গ থেকে শনিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 


এদিকে শনিবার সকালে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগে জয়নগর থানার মহিষমারি পুলিশ ক্যাম্প ভাঙচুর, আগুন লাগায় উন্মত্ত জনতা। রাস্তা অবরোধও করে তাঁরা। উত্তেজনা জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে।



এলাকায় যায় বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ চন্দ্র ঢালি, অতিরিক্ত পুলিশ সুপার জোনাল, এস ডি পি ও অতীশ বিশ্বাস, জয়নগর থানার আই সি, কুলতলি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী।