Sat, October 5, 2024

ই-পেপার দেখুন
logo

কর্মবিরতি প্রত্যাহার, ধর্মতলায় অবস্থান জুনিয়র চিকিৎসকদের


আবুল খায়ের   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০১:৫৬ পিএম

কর্মবিরতি প্রত্যাহার, ধর্মতলায় অবস্থান জুনিয়র চিকিৎসকদের

পুবের কলম,ওয়েব ডেস্কঃ অবশেষে লাগাতার কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা শুক্রবার সন্ধ্যায় ধর্মতলায় সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন তারা আর জি কর হাসপাতালে কর্মরত অবস্থায় নিহত তরুণী চিকিৎসকের বিচারের দাবি-সহ দশদফা দাবিতে এ দিন এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে প্রতিবাদী চিকিৎসকরা সেখানে পুলিশের সঙ্গে তাদের টানা হ্যাঁচড়া হয় বলে অভিযোগ এরপরেই ধর্মতলার ওয়াই চ্যানেলে বসে পড়েন আন্দোলনকারীরা সেখানেই সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তারদের পক্ষে দেবাশিস হালদার বলেন, জিবি করে আমরা কর্মবিরতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি সম্পূর্ণ ভাবে কর্মবিরতি প্রত্যাহার হবে তবে তার সঙ্গে আমরা তীব্র আন্দোলন চালিয়ে যাব এই ধর্মতলাতেই আমরা জুনিয়র ডাক্তারেরা লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি' তারা আরও বলেন, 'রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাবি করেছে ২৬ শতাংশ কাজ হয়েছে কিন্তু শতাংশও কাজ হয়নি ন্যায়বিচারের দাবিতে যে আন্দোলন চলছে তা ৫৮ দিনে পড়েছে আর জি করের মতো আর একটাও ঘটনা যাতে না ঘটে, সেই কারণেই আন্দোলন নিরাপত্তা নিয়ে আমাদের নির্দিষ্ট কিছু দাবি আছে'

উল্লেখ্য, গত আগস্ট, আর জি করের তরুণী চিকিৎসকের নাইট শিফট ছিল পরদিন হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয় অভিযোগ, সেই সময় কার্যত বিবস্ত্র ছিলেন তিনি ধর্ষণ খুন করা হয়েছে বলেই অভিযোগ এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে শামিল হন জুনিয়র চিকিৎসকরা প্রথম দফায় ৪১ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার করেন তাঁরা গতমাসের একেবারে শেষ দিকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে তাণ্ডবের ঘটনা ঘটে তার প্রতিবাদ-সহ আরও ১০ দফা দাবি নিয়ে দ্বিতীয় দফায় কর্মবিরতিতে শামিল হন জুনিয়র চিকিৎসকরা  

মহালয়ার পর শুক্রবার ফের সুবিচারের দাবিতে পথে নামে তাঁরা মিছিল শেষে ওয়াই চ্যানেলে মঞ্চ বেঁধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা সেখানে মঞ্চ বাঁধার জন্য বেশ কিছু সরঞ্জাম-সহ ছোট ম্যাটাডোর আসে অভিযোগ, পুলিশ তাঁদের মঞ্চ বাঁধতে বাধা দেয় এক জুনিয়র চিকিৎসকের উপর হামলা করা হয় মোবাইল ফোন ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলেই অভিযোগ এমনকী বেশ কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয় এর পরই পুলিশের সঙ্গে বচসা বাঁধে জুনিয়র চিকিৎসকদের পুলিশকে ঘিরে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা এরপর সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে যায় ধর্মতলা চত্বর একে তো পুজোর মুখে ধর্মতলায় আমজনতার কেনাকাটির ভিড় তার উপর আবার অফিস ফেরত আমজনতা রয়েছেন সব মিলিয়ে চরম ভোগান্তির শিকার প্রায় সকলেই