Sat, October 5, 2024

ই-পেপার দেখুন
logo

ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী: পুরোনো বন্ধুকে পেয়ে খুশি ইউনূস


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০৯:১৬ এএম

ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী:  পুরোনো বন্ধুকে পেয়ে খুশি ইউনূস

পুবের কলম, ওয়েবডেস্ক:  ৫৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফর করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার দুপুরে তাঁকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস সময় তাকে গার্ড অব অনারদেওয়া হয় আওয়ামী লীগ সরকারের পতন অধ্যাপক . মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে এটি বিদেশি কোনও সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ইন্টার কন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রধান উপদেষ্টা . ইউনূসের সঙ্গে একান্তে বৈঠক করেন আনোয়ার ইব্রাহিম বৈঠকে দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ, শ্রম, অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন বৈঠক শেষে . ইউনূস জানান, ঢাকায় পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি 'খুব খুশি' প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় সেখানকার নেতৃত্বের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেন সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা ত্যাগ করেন মালয়েশীয় প্রধানমন্ত্রী