Sat, October 5, 2024

ই-পেপার দেখুন
logo

গোপন স্থানে ‘অস্থায়ীভাবে’ সমাহিত হাসান নাসরুল্লাহ


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০১:৫২ পিএম

গোপন স্থানে ‘অস্থায়ীভাবে’ সমাহিত হাসান নাসরুল্লাহ

পুবের কলম,ওয়েবডেস্ক: লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহকে ‘অস্থায়ীভাবে’ একটি গোপন স্থানে সমাহিত করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র এ খবর দিয়েছে।
নাসরুল্লাহকে স্থায়ীভাবে দাফনের জন্য বড় জমায়েত হলে ইসরাইল সেখানেও হামলা চালাতে পারে, এমনই আশঙ্কা করা হয়েছিল হিজবুল্লাহর শীর্ষ নেতাদের তরফে। সেজন্য এখন ‘অস্থায়ীভাবে’ সমাহিত করা হয়েছে নাসরুল্লাহকে। সূত্রটি বলেছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নাসরুল্লাহকে স্থায়ী ভাবে কবর দেওয়া হবে।
এর আগে, ইসরাইলি হামলায় নিহত নাসরুল্লাহর দাফন শুক্রবার সম্পন্ন হবে বলে জানিয়েছিল হিজবুল্লাহ। তবে কোথায় ও কখন দাফন করা হবে তা জানানো হয়নি।
২৭ সেপ্টেম্বর ইসরাইলের ‘খুনি’ প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সমর্থনে নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতর থেকে হিজবুল্লাহ প্রধানকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশ অনুযায়ী ইসরাইলের যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের দেওয়া ২০০০ পাউন্ডের বোমা লেবাননের রাজধানী বেইরুটে ফেলে।
এতে নাসরুল্লাহসহ বেশ কয়েকজন অসামরিক নাগরিকও নিহত হন। গত শনিবার ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর শাহাদাতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এই হামলার পর ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে ইরান ও তার সমর্থকরা।
শহিদ নেতার রক্তের বদলা নিতে দেরি করেনি ইরান। ইসরাইলে ৪০০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে ইরান বুঝিয়ে দেয় যে, তেল আবিব যদি সীমানা অতিক্রম করে তাহলে ইরানও হাত গুটিয়ে বসে থাকবে না, ‘সমুচিত’ জবাব দিতে দেরি করবে না ইরানি বাহিনী।