Sat, October 5, 2024

ই-পেপার দেখুন
logo

জাকির নায়েক পাকিস্তানে, নিন্দা বিদেশমন্ত্রকের


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০১:৪৯ পিএম

জাকির নায়েক পাকিস্তানে, নিন্দা বিদেশমন্ত্রকের

নয়াদিল্লি, ৪ অক্টোবর: পাকিস্তানে ‘রেড কার্পেট’ সংবর্ধনা দেওয়া হয়েছে ইসলাম প্রচারক ডা. জাকির নায়েককে। তিনি সোমবার  পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছালে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এতেই ক্ষুব্ধ হয়েছে কেন্দ্রের মোদি সরকার। জাকির নায়েকের মতো বিতর্কিত ব্যক্তিত্বকে কেন সাদরে বরণ করে নিল পাকিস্তান, উঠছে প্রশ্ন।


বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ বিষয়ে বলেন, পাকিস্তানে জাকির নায়েককে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। তবে তাতে আমরা আশ্চর্য হইনি। জাকির নায়েকের মতো ‘পলাতক’কে পাকিস্তানই এমন উচ্চ-মর্যাদা দিতে পারে বলে তিনি কটাক্ষ করেন। পাশাপাশি মুখপাত্র রণধীর বলেন, এর তীব্র নিন্দা  জানাচ্ছি আমরা। 


প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্র সরকার জাকির নায়েককে ‘ওয়ান্টেড’ আসামি হিসেবে ঘোষণা করেছে অনেক আগেই। সম্প্রতি ইসলামাবাদ বিমানবন্দরে জাকির নায়েককে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব প্রকল্পের চেয়ারম্যান রানা মাশউদ। জাকির আগামী ২৮ অক্টোবর পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন।


তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। জাকির নায়েক ইসলামাবাদ, করাচি ও লাহোরে বেশ কয়েকটি আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন। এ ছাড়া, বেশ কয়েকটি মসজিদে জুম্মার নামাযেও ইমামতি করবেন তিনি। জাকির নায়েক ২০১৬ সাল থেকে মালয়শিয়ায় বসবাস করছেন।


সে-বছরই এনআইএ তার বিরুদ্ধে মামলা দায়ের করে ইউটিউবে এক বক্তৃতার জন্য। মোদি সরকার তাকে প্রত্যর্পণের অনুরোধ করলেও মালয়শিয়া এখনও পর্যন্ত তাতে সাড়া দেয়নি। দেশটি জাকিরকে নাগরিকত্ব দিয়েছে বলে গুজব ছড়ানো হলেও তা সত্য নয় বলে জানা গিয়েছে। মালয়শিয়ায় জাকির নায়েক পারমানেন্ট রেডিডেন্স পারমিট নিয়ে থাকছেন।