Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

আবারও দেশে প্রথম উত্তরপ্রদেশ! তবে উন্নয়নে নয়, নারী নির্যাতনে


Shamima Ahasana   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৯:৪৫ এএম

আবারও দেশে প্রথম উত্তরপ্রদেশ! তবে উন্নয়নে নয়, নারী নির্যাতনে

 

 

 

 

পুবের কলম ওয়েব ডেস্ক: আবার দেশে প্রথম হল উত্তরপ্রদেশ। তবে উন্নয়নে নয়, নারী নির্যাতনে। আর এটা প্রথমবার নয়, প্রতিবছরই নারী নির্যাতনে সেরার তালিকায় প্রথম স্থান অধিকার করছে যোগীর ডবল ইঞ্জিন রাজ্য। 'বেটি বাঁচাও, বেটি পড়াও' এর স্লোগান দিয়েছিল বিজেপি সরকার। দূর্ভাগ্যের বিষয়, সেই বিজেপি শাসিত উত্তরপ্রদেশই নারী নির্যাতনে প্রতিবছর এগিয়ে থাকছে।

এই রিপোর্ট প্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশন। রিপোর্ট সামনে আসার পর উদ্বেগ বেড়েছে বিজেপি ও যোগী শিবিরে। গোটা দেশ থেকে নারী নির্যাতনের যতগুলি অভিযোগ জমা পড়েছে মহিলা কমিশনের কাছে, তার প্রায় অর্ধেক এসেছে উত্তরপ্রদেশ থেকে। ২০২৪ এ মহিলা কমিশনের কাছে নারী নির্যাতনের মোট ১২ হাজার ৬০০ টি অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যে ৬ হাজার ৪৯২ টি অভিযোগ দায়ের হয়েছে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে। তালিকার দু'নম্বরে রয়েছে দিল্লি। তিন–এ আবারও বিজেপি প্রভাবিত ও শাসিত রাজ্য মহারাষ্ট্র।

২০২৩ সালে মহিলা কমিশন যখন এই তালিকা প্রকাশ করেছিল, তখনও দেশ জুড়ে দায়ের হওয়া ২৯ হাজার মামলার মধ্যে ১৬ হাজারের বেশি মামলা ছিল উত্তরপ্রদেশের। ২০২২ সালের এনসিআরবি এর রেকর্ড অনুযায়ী ইউপিতেই সবথেকেই বেশি নারী নির্যাতন হয়েছে।

আরও একটি দূর্ভাগ্যজনক তথ্য উঠে এসেছে এবারের জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে। সংঘর্ষে জর্জরিত মণিপুরে নাকি এবছর নারী নির্যাতনের মোট তিনটি ঘটনা ঘটেছে। অথচ দেশে এবছর এবং গতবছর নৃশংসভাবে হেনস্তা করা হয়েছিল মনিপুরের মহিলাদের। একের পর এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। নগ্ন করে হাঁটানো হয়েছে রাস্তায়। গণধর্ষণের শিকার হয়েছেন বহু মহিলা। কাওকে বা ধর্ষণের পর খুন করা হয়েছে।

এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পর অনেকে বলছে, মনিপুরের পুলিশ ও প্রশাসন যে কতটা নিষ্ক্রিয় ছিল সেখানে সংঘর্ষ চলাকালীন, তা আবারও প্রমাণ করল মহিলা কমিশনের রিপোর্ট।