Sat, October 5, 2024

ই-পেপার দেখুন
logo

শেষ হচ্ছে কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ, এবার কি ভারত ছাড়বেন হাসিনা!


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ১০:৪৭ এএম

শেষ হচ্ছে কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ, এবার কি ভারত ছাড়বেন হাসিনা!

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে কোটা ভিত্তিক আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হন হাসিনা। গত ৫ আগস্ট বোন রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি।


তিনি পশ্চিমা কয়েকটি দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও তার আবেদন প্রত্যাখ্যান করে। তার পর থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।


এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন। তবে ২ মাস ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। বিষয়টি ভারতের পক্ষ থেকেও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।


বিশ্বস্ত সূত্রে খবর, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন? জবাবে ভারত নাকি বলেছে, শেখ হাসিনা স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনও একটি দেশে চলে যাবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও এই খবর জানানো হয়েছে বলে খবর।