Sat, October 5, 2024

ই-পেপার দেখুন
logo

ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, মৃত এক প্রৌঢ়


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ১১:৪৫ এএম

ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, মৃত এক প্রৌঢ়

পুবের কলম, ওয়েবডেস্ক: টানা বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার কারণে রাজ্যের একাংশ জলের তলায়। মালদা, বীরভূম, হুগলী জেলার একাংশে বন্যা হয়েছে। এই আবহে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত দার্জিলিং। সঙ্গে প্রবল ধস নেমেছে সে জেলায়। ধসের জেরে প্রাণ গিয়েছে ১ বৃদ্ধের। 

স্থানীয় ও প্রশাসনিক সূত্রে খবর, মৃতের নাম রঘুবীর রাই (৭৮)। সুখিয়া ব্লকের বাসিন্দা ছিলেন তিনি। এদিন সকালে প্রবল বৃষ্টিতে সুখিয়া ব্লকের প্লুঙ্গডুং গ্রাম পঞ্চায়েতের বুজুয়া গ্রামে ধস নামে। মৃত্যুর সময় নিজের বাড়িতেই ছিলেন মৃত। খবর পেয়ে বিডিও, ওসি ঘটনাস্থলে যান। এদিন মৃতের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি।  

উল্লেখ্য, বুধবার সারাদিন ভারী বৃষ্টি হয়েছে পাহাড়ি রাজ্যে। ভারী বৃষ্টিতে দার্জিলিং পাহাড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক রাস্তায় বন্ধ যান চলাচল। বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। রক গার্ডেন যাওয়ার রাস্তাও বন্ধ। রিম্বিক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তাও বন্ধ রয়েছে। সিংতাম চিকমানে বেশি ক্ষতি হয়েছে।