Sat, October 5, 2024

ই-পেপার দেখুন
logo

ইরানের ওপর ইসরায়েলি হামলাকে সমর্থন করবে না বলে জানিয়ে দিলেন বাইডেন


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০১:৫১ পিএম

ইরানের ওপর ইসরায়েলি হামলাকে সমর্থন করবে না বলে জানিয়ে দিলেন বাইডেন

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলাকে সমর্থন করবেন না  বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এপ্রিলের পর ইসরাইলি ইরানের দ্বিতীয় দফায় ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর এমন মন্তব্য করলেন ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, ইসরাইল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাতে আপনি সমর্থন দেবেন কি না? বাইডেন জবাব দেন, 'না'

গত এপ্রিলের পর ইসরাইলে ইরানের দ্বিতীয় দফায় ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর এমন মন্তব্য করলেন ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার ধনী দেশগুলোর জোট জি৭ (কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র) এর নেতাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার পর বাইডেন জানান, তারা সবাই একমত হয়েছেন যে ইরানের প্রতি ইসরাইলি যেকোনো প্রতিক্রিয়া 'আনুপাতিক' হওয়া উচিত।

জি৭ নেতারা ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও কথা বলেছেন।