Mon, October 7, 2024

ই-পেপার দেখুন
logo

ভয়াবহ কপ্টার দুর্ঘটনা পুণেতে, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১২:০৮ এএম

ভয়াবহ কপ্টার দুর্ঘটনা পুণেতে,  অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩

পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ কপ্টার দুর্ঘটনা মহারাষ্ট্রের পুণেতে। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩। প্রাথমিকভাবে জানা যায়, উড়ানের সময় আবহাওয়া ভালো ছিল না। ঘন কুয়াশায় কারণে পথ হারান চালক। তারপরেই দুর্ঘটনা ঘটে। হেলিপ্যাড থেকে উড়ানের কিছু সময়ের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। ঘটনায় চপারের  পাইলট-সহ ১ ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে বলে  জানা গিয়েছে ৷ 


পুলিশ সূত্রে খবর, অক্সফোর্ড গল্ফক্লাবের হেলিপ্যাড থেকে কপ্টারটি উড়েছিল। অকুস্থল ছিল মুম্বই। বুধবার সকাল  ৬টা ৪৫ মিনিট নাগাদ পুণের এক পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় তাতে। প্রাথমিকভাবে কপ্টারে থাকা ২ জন।  গুরুতর আহত ছিলেন কপ্টারে থাকা তৃতীয় ব্যক্তি।ভর্তি ছিলেন হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 


উল্লেখ্য, মৃতেরা হলেন পাইলট পরমজিৎ সিং, সহ-পাইলট জিকে পিল্লাই এবং ইঞ্জিনিয়ার প্রীতম ভরদ্বাজ। প্রসঙ্গত, সম্প্রতি চার যাত্রী-সহ বেসরকারি পরিবহণ সংস্থার একটি হেলিকপ্টার ভেঙে পড়েছিল এই পুণেতেই । সেই দুর্ঘটনাতেও সমস্ত  যাত্রীর মৃত্যু হয়েছিল।