Sat, October 5, 2024

ই-পেপার দেখুন
logo

বদলে যাবে শিয়ালদহ ষ্টেশনের নাম! রেলমন্ত্রীর সামনেই প্রস্তাব বিজেপি সাংসদ শমীকের


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০৯:৩৪ এএম

বদলে যাবে শিয়ালদহ ষ্টেশনের নাম! রেলমন্ত্রীর সামনেই প্রস্তাব বিজেপি সাংসদ শমীকের

পুবের কলম, ওয়েবডেস্ক: বদলে যাবে শিয়ালদহ ষ্টেশনের নাম! রেলমন্ত্রীর সামনে দাবি বিজেপি সাংসদের।বুধবার শিয়ালদহ থেকে একাধিক রেল প্রকল্পে উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর সেখান থেকেই ফের একবার উঠল শিয়ালদহ স্টেশনের নাম বদলের দাবিও। শিয়ালদহ রেল ষ্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে বদল করার আর্জি জানিয়েছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। শমীককে পালটা তোপ  দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর,  রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য-সহ একাধিক নেতানেত্রী। উদ্বোধনের পর এদিনই  প্রথমবারের মতো নসিপুর রেলব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। রেলমন্ত্রীর দাবি, রাজ্যে রেলপ্রকল্পের উন্নয়নে গত দশ বছরে ১৩ হাজার ৯১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।


তবে রেলকে পর্যাপ্ত জমি দিতে অস্বীকার করছে রাজ্য সরকার। ফলে জমি নিয়ে জট সৃষ্টি হয়েছে। আর তাই রেল প্রকল্পের উন্নয়নে জটিলতা তৈরি হয়েছে বলেই দাবি রেলমন্ত্রীর। জমি জট কেটে গেলে অতি দ্রুত রেলপ্রকল্পের বাস্তবায়ন হবে বলেও জানান তিনি। তাই রাজ্যে রেল উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানান তিনি। 


এদিন শমীক'কে তোপ দাগেন কুণাল ঘোষ। তিনি বলেন, শিয়ালদহ ষ্টেশনের একটি ঐতিহ্য আছে। সব ষ্টেশন, বন্দরের নাম একটি বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে কেন হবে? ষ্টেশনের নাম পরিবর্তন করতে হলে বিবেকানন্দের নামে হোক। আপানদের নাম পরিবর্তনের রাজনীতিতে এবার শিয়ালদহকে ঢোকাতে চাইছেন। বিগত কয়েক মাসে রেলের যা দুর্ঘটনা হল সে সব আগে ঠিক করুন। পরে নাম পরিবর্তনের খেলায় মাতবেন।