Mon, October 7, 2024

ই-পেপার দেখুন
logo

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অভাব-অভিযোগ শুনতে গ্রিভান্স সেল গঠন নবান্নের


Kibria Ansary   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ১১:৪৯ পিএম

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অভাব-অভিযোগ শুনতে গ্রিভান্স সেল গঠন নবান্নের

পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অভাব-অভিযোগ শুনতে এবার রাজ্যস্তরে একটি অভিযোগ নিষ্পত্তি কমিটি (গ্রিভান্স সেল) গঠন করল নবান্ন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে রাজ্যের মুখ্যসচিব। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ও চিকিৎসকদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যের সমন্বয়ে গঠিত অভিযোগ নিষ্পত্তি কমিটির মাথায় বসানো হয়েছে ডাঃ সৌরভ দত্তকেতিনি আইপিজিএমইআর এবং এসএসকেএম হাসপাতালের ভিজিটিং কনসালট্যান্টের প্রধান এবং নেক সার্জারি বিভাগের অধ্যাপক। তাঁকে এই কমিটির চেয়ারপার্সন করা হয়েছে। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন, ফিজিওলজি বারাসত সরকারি এমসিএইচ হাসপাতালের সহযোগী অধ্যাপক দেবযানী ব্যানার্জি, আইপিজিএমইআর ও এসএসকেএম হাসপাতালের আইডি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান ডাঃ যোগীরাজ রায়, রায়গঞ্জ সরকারি এমসিএইচ হাসপাতালের অ্যানাটমি বিভাগের সহযোগী অধ্যাপক সজীব চক্রবর্তী, বাঁকুড়া সামিলানি এমসিএইচ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সুনেত্রা কবিরাজ রায়, আরজি কর এমসিএইচ-এর ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডঃ দেবব্রত দাসকেপিসি এমসিএইচ-এর নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ স্মার্ত্য পুলাই

তিলোত্তমা কাণ্ডে আন্দোলনের প্রেক্ষিতে স্বাস্থ্যে কি সংস্কার শুরু হল? গ্রিভান্স সেলের চেয়ারম্যান চিকিৎসক সৌরভ দত্ত বলেন, “আমি অনেককেই দেখতে পাচ্ছি কমিটিতে, স্বাস্থ্যে তিন বছর ধরে যে সিন্ডিকেট চলছিল, তাঁদের বিরুদ্ধে আওয়াজ তুলে গিয়েছেন। আমার মনে হয় প্রশাসনের সবাই অনুধাবন করেছেন, এই সিন্ডিকেট স্বাস্থ্যের কতটা ক্ষতি করেছে। নিশ্চয়ই সেটা সংশোধনের পথে যাবে।