Mon, October 7, 2024

ই-পেপার দেখুন
logo

ইসরাইলে ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৯:৪২ পিএম

ইসরাইলে ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের

পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলের বিরুদ্ধে এবার ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল  ইরান। মঙ্গলবারের হামলায় ইরান প্রথমবারের মতো দেশে নির্মিত ফাতাহ ১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল।


ফাতাহ ইরানের দেশীয়ভাবে উৎপাদিত প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলে দাবি। ইরানি সামরিক বাহিনী গত বছর এই অস্ত্রটি সর্বসমুক্ষে এনেছিল। জানিয়েছিল যে এটি শব্দের চেয়ে ১৫ গুণ বেশি দ্রুত ছুটতে পারে। তাছাড়া এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম।


ইরানি সামরিক বাহিনী গত বছর এই অস্ত্রটি প্রকাশ করেছিল। তারা জানিয়েছিল যে এটি শব্দের চেয়ে ১৫ গুণ বেশি দ্রুত ছুটতে পারে। তাছাড়া এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম
মঙ্গলবার রাতে ইসরাইলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ৪০০-এর বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। 
বৃষ্টির মতো ইসরাইলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র 
সোশ্যাল সাইটে ভাইরাল ভিডিয়ো। পুরো ইসরাইল ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে এবং রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
 হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি’র ডেপুটি কমান্ডার আব্বাস নীলফোরুশানের শাহাদাতের বদলা নিতে এই হামলা চালানো হয়েছে বলেই দাবি আইআরজিসির। আইআরজিসি আরও জানিয়েছে ইসরাইল যদি কোনো রকমের প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে আরো মারাত্মক হামলা চালানো হবে।