Mon, October 7, 2024

ই-পেপার দেখুন
logo

বীরভূমে রোগী মৃত্যু, হাসপাতালে বিক্ষোভ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১২:৩০ এএম

বীরভূমে রোগী মৃত্যু, হাসপাতালে বিক্ষোভ
উত্তেজিত জনতা।

দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। উত্তেজনা রোগীর আত্মীয়স্বজনরা নার্স এবং চিকিৎসকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




                                                        মৃতার ছেলে


জানা গিয়েছে, রবিবার রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কল্যানী প্রামাণিককে। সোমবার সকালে তাঁকে সিসিইউতে রেফার করা হয়। কিন্তু ফিমেল ওয়ার্ড থেকে সিসিইউতে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি বলে অভিযোগ।



অক্সিজেন সিলিন্ডার না পাওয়ায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন মৃতার ছেলে তারাপদ প্রামাণিক। এরপরই হাসপাতালের নার্সদের ঘিরে প্রতিবাদ শুরু করেন মৃতার পরিবারের লোকজন।



তারাপদ প্রামাণিক বলেন, “আর জি করে চিকিৎসকের মৃত্যুতে আমি দু’রাত রাস্তায় নেমেছিলাম। চিকিৎসক খুনের বিচার চেয়েছিলাম। কিন্তু হাসপাতালে এসে দেখছি চিকিৎসকদের অন্যরূপ। শুধুমাত্র অক্সিজেনের অভাবে মায়ের মৃত্যু হল। আমিও মায়ের মৃত্যুর বিচার চাই”।



নার্স আসিয়া খাতুন বলেন, “চিকিৎসক সিসিইউ লিখে দিয়েছিলেন ঠিকই, কিন্তু সিসিইউতে বেড না থাকলে আমাদের কিছু করার নেই। যে সময় বেড পাওয়া গেল ততক্ষণে রোগী মারা গিয়েছেন। এরপর রোগীর আত্মীয়স্বজন আমাদের ঘিরে গালিগালাজ শুরু করেন”।


                                         এম এস ভি পি - পলাশ দাস


হাসপাতালের এম এস ভি পি পলাশ দাস বলেন, “ঘটনা খুব দুঃখজনক। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে নার্সদের হেনস্থা করা হয়েছে কিনা বলতে পারব না”।