Tue, October 1, 2024

ই-পেপার দেখুন
logo

ক্যানিংয়ে চিকিৎসার গাফিলতিতে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু


Bipasha Chakraborty   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৫ পিএম

ক্যানিংয়ে চিকিৎসার গাফিলতিতে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ক্যানিং : এবার চিকিৎসার গাফিলতিতে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের। এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে। চিকিৎসার গাফিলতির কারনেই মৃত্যু হয়েছে ভুবন মণ্ডল নামে ওই সিভিক ভলেন্টিয়ারের দাবি পরিবারের। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে।



ভুবনের পরিবারের দাবি রবিবার বিকেলে অসুস্থ অনুভব করলে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন পরিবারের লোকজন। অভিযোগ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেন ওখানকার চিকিৎসকরা। ভুবনের কিছুই হয়নি বলে দাবি করেন চিকিৎসকরা। যদিও পরিবারের সদস্যদের দাবি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন ভুবন। হাসপাতালে রেখে অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধও করেছিলেন চিকিৎসকদের। কিন্তু তাঁরা কোনও কথাই কানে নেননি বলে অভিযোগ। সোমবার ভোরে ফের অসুস্থ হয়ে পড়েন ভুবন। 






পরিবারের লোকজন তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভুবনকে মৃত বলে ঘোষণা করেন। তবে পরিবারের দাবি ভুবন ক্যানসারে আক্রান্ত, তাঁর চিকিৎসা চলছে। শ্বাসকষ্ট জনিত সমস্যার কথা বললেও চিকিৎসকরা তা কানে নেননি।


চিকিৎসার গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে ভুবনের বলে দাবি তাঁদের। এই চিকিৎসকদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।